ঝাড়গ্রাম জেলা পরিষদের নতুন সভাধিপতি চিন্ময়ী মারাণ্ডি, সহকারী সভাধিপতি অঞ্জলি রায় দলাই
স্বপ্নীল মজুমদার
বুধবার ঝাড়গ্রাম জেলা পরিষদের নতুন বোর্ড গঠিত হল। সভাধিপতি হলেন চিন্ময়ী মারাণ্ডি। তিনি এবার ঝাড়গ্রাম ব্লক থেকে জেলা পরিষদের ৯ নম্বর আসনে জয়ী হন।
সহকারী সভাধিপতি হলেন সাঁকরাইল ব্লক থেকে জেলা পরিষদের ১০ নম্বর আসন থেকে বিজয়ী অঞ্জলি রায় দলাই। এদিন ঝাড়গ্রাম শহরের রূপছায়া মোড়ের দলীয় কার্যালয় চত্বর থেকে ১৯ জন নির্বাচিত সদস্যকে নিয়ে মিছিল করে জেলা পরিষদ ভবনে পৌঁছান জেলা তৃণমূলের নেতারা। ছিলেন জেলা সভাপতি দুলাল মুর্মু, মন্ত্রী বিরবাহা হাঁসদা, জেলা সহ সভাপতি প্রসূন ষড়ঙ্গী, শহর তৃণমূলের সভাপতি নবু গোয়ালা প্রমুখ।
জেলা পরিষদের প্রশাসনিক ভবনে ১৯ জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) অবনীত পুনিয়া। এরপর সভাধিপতি পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন চিন্ময়ী। সহকারী সভাধিপতি পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন অঞ্জলিও। জেলা পরিষদ ভবন থেকে বেরিয়ে চিন্ময়ী ও অঞ্জলি একযোগে বলেন, ‘‘জনগণের ভোটে বিজয়ী হয়ে জনগণের প্রত্যাশা পূরণ করাই আমাদের একমাত্র লক্ষ্য।’’
এরপর নতুন সভাধিপতি ও সহকারী সভাধিপতি এবং জেলা পরিষদের সদস্যদের নিয়ে সবুজ আবির মাখিয়ে শহরে মিছিল করেন তৃণমূলের নেতা ও কর্মীরা। বিদায়ী সভাধিপতি মাধবী বিশ্বাস এবার টিকিট না পেয়ে নির্দলে প্রার্থী হয়েও শেষ মুহূর্তে মনোনয়ন প্রত্যাহার করে নেন।