Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঝাড়গ্রাম

লোকসঙ্গীত শিল্পী অংশুমান রায়ের ৮৭ তম জন্মদিনে অভিনব স্মরণ অনুষ্ঠান

স্বপ্নীল মজুমদার

লোকসঙ্গীত শিল্পী অংশুমান রায়ের ৮৭ তম জন্মদিনে অভিনব স্মরণ অনুষ্ঠান

ঝাড়গ্রামের ভূমিপুত্র জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী অংশুমান রায়ের ৮৭ তম জন্মদিন পালিত হল ঝাড়গ্রামে। শনিবার অংশুমানের ছেলে সঙ্গীতশিল্পী ভাস্কর রায়ের উদ্যোগে শহরের সংবাদ ভবনে কথায়, গানে ও স্মৃতিচারণায় প্রয়াত শিল্পীকে স্মরণ করা হয়।

সত্তরের দশক থেকে ৯০-এর দশকের গোড়া পর্যন্ত ‘দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে’, ‘আমার বেটার বিহা দিব সময় হয়েছে কইলকাতার পুলিশেতে কাম মিলেছে’, ‘ভাদর আশিন মাসে ভ্রমর বসে কাঁচা বাঁশে’-এর মত অজস্র কালজয়ী গান উপহার দিয়েছিলেন অংশুমান।

লোকসঙ্গীত শিল্পী অংশুমান রায়ের ৮৭ তম জন্মদিনে অভিনব স্মরণ অনুষ্ঠান

ঝাড়গ্রাম শহরের বাছুরডোবায় তাঁর জন্ম। পড়াশোনা, বেড়ে ওঠা এই শহরেই। পরে কলকাতায় গিয়ে সঙ্গীত জগতে প্রতিষ্ঠা পান। এদিন অনুষ্ঠানে শিল্পীপুত্র ভাস্কর রায় বাবার জনপ্রিয় গানগুলি গেয়ে শোনালেন।

লোকসঙ্গীত শিল্পী অংশুমান রায়ের ৮৭ তম জন্মদিনে অভিনব স্মরণ অনুষ্ঠান

ছিলেন অংশুমানের স্কুল জীবনের সহপাঠী সুবোধ সেন, অংশুমানের প্রতিবেশী স্বর্ণকমল বসু, ঝাড়গ্রাম আর্ট অ্যাকাডেমির অধ্যক্ষ সঞ্জীব মিত্র, বিশিষ্ট শিল্পী সুবীর বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানের আয়োজনে ছিল ঝাড়গ্রাম রিপোটার্স ক্লাব।

আরও পড়ুন ::

Back to top button