ছোট ছেলের অভিযোগে জেলবন্দি বৃদ্ধ বাবার মৃত্যু, প্যারোলে জেল থেকে বেরিয়ে মুখাগ্নি করলেন বড় ছেলে
স্বপ্নীল মজুমদার
এক বৃদ্ধ জেলবন্দির মৃত্যু হল ঝাড়গ্রামে। মৃতের নাম বীরেন পাল (৮০)। নিজের ছোটছেলেকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার হয়ে মাস খানেক ঝাড়গ্রাম বিশেষ সংশোধনাগারে বন্দি ছিলেন বীরেন।
একই মামলায় অভিযুক্ত হয়ে বীরেনের বড় ছেলে কঙ্কন পালও ঝাড়গ্রাম বিশেষ সংশোধনাগারে বন্দি আছেন। শনিবার সকালে জেলে অসুস্থ হয়ে পড়েন বীরেন। ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বীরেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মৃত্যুর কারণ নিয়ে তদন্ত করছে কারা দফতর। জানা গিয়েছে, জামবনি থানার মুড়াকাটি গ্রামের বাসিন্দা বীরেনের দুই ছেলে। বড় ছেলে কঙ্কনের সঙ্গে থাকতেন বীরেন। ছোটছেলে রঞ্জনের সঙ্গে বীরেনের সদ্ভাব ছিল না।
দিন কুড়ি আগে রঞ্জনের সঙ্গে বীরেনের ঝগড়া-হাতাহাতি শুরু হয়। বাবাকে বাঁচাতে এসে কঙ্কনও বিবাদে জড়িয়ে পড়েন। শাবলের আঘাতে জখম হন রঞ্জন। এরপরই তিনি বাবা ও দাদার বিরুদ্ধে জামবনি থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন। পুলিশ বীরেন ও কঙ্কনকে গ্রেফতার করে।
আদালত তাঁদের জেলে পাঠায়। রবিবার ময়নাতদন্তের পর বীরেনের দেহ মুড়াকাটি গ্রামে নিয়ে যাওয়া হয়। রঞ্জন বাবার দেহ সৎকার করতে অস্বীকার করেন। শেষ পর্যন্ত জেল থেকে চার ঘন্টার প্যারোলে গ্রামে গিয়ে পুলিশি পাহারায় বাবার মুখাগ্নি করেন কঙ্কন।