হাঁটুর ব্যথা কিংবা কোমর ব্যথায় অস্ত্রোপচার না করেও চিকিৎসায় উপশম সম্ভব! ব্যথার উপশমে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে সোমবার চালু হল ‘পেইন ক্লিনিক’।
কলকাতার আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই বিভাগ থাকলেও জেলায় এ ধরনের আউটডোর ক্লিনিক এই প্রথম হল।
এদিন ওই ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষা সুস্মিতা ভট্টাচার্য। ছিলেন মেডিক্যাল কলেজের সহ অধ্যক্ষ তথা হাসপাতালের সুপার গৌতমেশ্বর মজুমদার, পৌর প্রধান কবিতা ঘোষ। প্রতি সোমবার বহির্বিভাগ থেকে রোগীদের বাছাই করে শুক্রবার তাঁদের ব্যথার চিকিৎসা করা হবে।
মূলত নানা ধরনের বাতের রোগী, হাঁটুর ব্যথা, কোমর ব্যথা, স্পন্ডাইলোসিস, ক্যানসার জনিত যন্ত্রণা, পেশির ব্যথা, মেরুদণ্ডে প্রদাহজনিত ব্যথায় কাতর রোগীদের বিনামূল্যে চিকিৎসা হবে ওই সাপ্তাহিক কেন্দ্রে।
মেডিক্যাল কলেজের অ্যানাস্থেসিয়া ও ব্যথা বিভাগের বিভাগীয় প্রধান দেবদীপ্ত দাস সাপ্তাহিক ওই ক্লিনিকে চিকিৎসা পরিষেবা দেবেন।
এদিন ৩০ জন রোগীকে চিহ্নিত করা হয়। আগামী শুক্রবার তাঁদের চিকিৎসা পরিষেবা দেওয়া হবে।