ক্রিকেট

মেয়ে সানার গ্র্যাজুয়েশন সম্পন্ন, সমাবর্তনে উপস্থিত থাকতে লন্ডন পাড়ি দিলেন সৌরভ-ডোনা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Sourav Ganguly : মেয়ে সানার গ্র্যাজুয়েশন সম্পন্ন, সমাবর্তনে উপস্থিত থাকতে লন্ডন পাড়ি দিলেন সৌরভ-ডোনা - West Bengal News 24
সানার সঙ্গে দেখা করার আগে দমদম বিমানবন্দরে সৌরভ গঙ্গোপাধ্যায় ছবি সংবাদ প্রতিদিন

গ্র্যাজুয়েশন সম্পন্ন সৌরভ কন্যা সানার। অর্থনীতি নিয়ে পড়াশোনা করার জন্য UCL ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন সানা। ২০১৯ সাল থেকে লন্ডনেই থাকেন সৌরভ কন্যা। পড়াশোনার আরও একধাপ সম্পূর্ণ করলেন বাড়ির মেয়ে।

সানার গ্রাজুয়েশনের পর সাফল্যের দিনে পাশে থাকতে এবার লন্ডনে পাড়ি দিলেন মহারাজ। । স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় কয়েকদিন আগেই ইংল্যান্ডে গিয়েছেন। ৬ তারিখ সৌরভ এবং ডোনা দু’জনেই উপস্থিত থাকবেন সানার কনভোকেশন অনুষ্ঠানে।

বুধবার সকালে ইংল্যান্ড উড়ে যান সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রায় তিন সপ্তাহের জন্য ইংল্যান্ডে থাকবেন মহারাজ। সেপ্টেম্বরের ২৩ বা ২৪ তারিখ নাগাদ ফেরার কথা সৌরভের।

আগামী ৬ সেপ্টেম্বর সানার বিশ্ববিদ্যালয় কনভোকেশন অনুষ্ঠান আয়োজিত হবে। সেই মুহূর্তের সাক্ষী থাকার জন্য মেয়ের কাছে গেলেন সৌরভ।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য