কুড়মালি স্নাতকোত্তর স্তর চালুর দাবিতে সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থানে ছাত্রছাত্রীরা
স্বপ্নীল মজুমদার
কুড়মালি স্নাতকোত্তর কোর্স চালুর দাবিতে বৃহস্পতিবার থেকে ঝাড়গ্রাম সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের চত্বরে লাগাতার অবস্থানে বসেছেন কুড়মালি বিভাগের ছাত্রছাত্রীরা।
২০২২-২৩ শিক্ষাবর্ষে চালু হয়েছে কুড়মালি পিজি ডিপ্লোমা কোর্স। এক বছরের ডিপ্লোমা কোর্সের পর প্রতিশ্রুতি সত্ত্বেও চালু হয়নি দু বছরের স্নাতকোত্তর কোর্স।
গত ৮ জুন অস্থায়ী উপাচার্য অমিয়কুমার পাণ্ডার পদের মেয়াদ শেষ হওয়ায় উপাচার্য পদটি এখন শূন্য। মাস খানেক আগে অস্থায়ী রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ামক, উন্নয়ন আধিকারিকের কার্যকালের শেষ হয়ে যায়। উচ্চ শিক্ষা দফতরের নির্দেশে গত ১০ আগস্ট বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জয়ন্তকিশোর নন্দী ঝাড়গ্রাম সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের বাড়তি দায়িত্ব সামলাচ্ছেন।
গত সোমবার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার জয়ন্তকিশোর নন্দী কুড়মালি পড়ুয়াদের সমস্যার বিষয়ে উচ্চশিক্ষা দফতরকে অবহিত করে দু’ বছরের কুড়মালি স্নাতকোত্তর পাঠক্রম চালু করার জন্য চিঠি দিয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন।
কুড়মালি বিভাগের ছাত্রছাত্রীরা বলছেন, ‘‘এক বছরের ডিপ্লোমা কোর্সের চূড়ান্ত সিমেস্টারের পরীক্ষা হয়ে গিয়েছে। ফল প্রকাশের পর চলতি শিক্ষাবর্ষে স্নাতকোত্তর স্তরে ভর্তি হতে না পারলে আমাদের একটা বছর নষ্ট হয়ে যাবে।’’
অবিলম্বে কুড়মালি স্নাতকোত্তর স্তর চালুর দাবিতে বিশ্ববিদ্যালয় চত্বরে অনির্দিষ্টকালীন অবস্থানে বসেছেন পড়ুয়ারা। বিভিন্ন কুড়মি সামাজিক সংগঠন ও জঙ্গলমহল স্বরাজ মোর্চা এদিন বিশ্ববিদ্যালয়ের ল’অফিসারের কাছে কুড়মালি স্নাতকোত্তরস্তর চালুর দাবিতে স্মারকলিপি দিয়েছে।