হাতির হানায় এক ভবঘুরের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ঝাড়গ্রাম থানার লোধাশুলি রেঞ্জের ঘৃতখাম ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় ওই ভবঘুরেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী।
বনকর্মীরা এসে ভবঘুরেকে উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রায়ই এলাকায় হাতির আনাগোনায় সন্ত্রস্ত হচ্ছেন বাসিন্দারা। হাতিরা মাঠের ফসলের ক্ষতি করছে। ঘর ভাঙছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মানসিক ভারসাম্যহীন ভবঘুরে যুবকটি এলাকায় ঘুরে বেড়াতেন। কেউ তার নাম জানেন না।
এদিন ভোররাতে ওই ভবঘুরে আচমকা দল হাতির সামনে পড়ে যান। তাঁকে শুঁড়ে তুলে আছাড় মারে দলের একটি হাতি।