লোকসভা ও বিধানসভা নির্বাচন একসাথে সম্ভব? আলোচনা প্রসঙ্গে প্রাক্তন রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ অমিত শাহের
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
লোকসভা ও বিধানসভা নির্বাচন করানো সম্ভব ? যদি হয়, তবে কীভাবে তা সম্ভব ? কিন্তু কিভাবে ? আগামী সপ্তাহেই কেন্দ্রের গঠিত এই প্যানেল এক দেশ, এক নির্বাচন প্রস্তাবের বাস্তবায়ন সম্ভব কি না, তা নিয়ে বৈঠক করবে।
কমিটির প্রধান প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের(Ramnath Kovind) সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ও কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল (Arjun Meghwal)।
প্রায় ৪৫ মিনিটের এই সাক্ষাতে গোটা দেশে একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন করানো সম্ভব কি না, তা নিয়েই আলোচনা হয়। এমনটাই সরকারি সূত্রে জানা গিয়েছে। প্রাক্তন রাষ্ট্রপতির অফিসের তরফে স্বরাষ্ট্রমন্ত্রী শাহের সাক্ষাতকে “সৌজন্য সাক্ষাৎ” বলা হয়েছে।
জল্পনা শোনা যাচ্ছে, সরকারের তরফে আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর যে বিশেষ অধিবেশন ডাকা হয়েছে, সেখানেই “এক দেশ, এক নির্বাচন” বিলটি পেশ করা হতে পারে। তবে আলোচনা সভায় অধীর চৌধুরীকে আমন্ত্রণ জানানো হলেও তিনি খারিজ করে দিয়েছেন বলেই খবর।