জি-২০ জোটের স্থায়ী সদস্য হলো আফ্রিকান ইউনিয়ন
জি-২০ জোটের নতুন সদস্য হলো আফ্রিকান ইউনিয়ন (এইউ)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আফ্রিকান ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে জি ২০-এর সদস্য হিসেবে আসন গ্রহণ করেছে।
আফ্রিকা মহাদেশের ৫৫ দেশের সমন্বয়ে গঠিত আফ্রিকান ইউনিয়ন।
শনিবার নয়াদিল্লিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী জি-২০ জোটের শীর্ষ সম্মেলন। সম্মেলনের শুরুতে আফ্রিকান ইউনিয়নকে স্থায়ী সদস্যের আসন গ্রহণের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এ আমন্ত্রণ গ্রহণ করে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক জোটটিতে যোগ দেয় আফ্রিকার দেশগুলোর জোট আফ্রিকান ইউনিয়ন।
মোদি তার আমন্ত্রণে বলেন, ‘সবার সম্মতিক্রমে, আমি আফ্রিকান ইউনিয়নের প্রধানকে জি-২০ জোটের স্থায়ী সদস্যের আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি’।
আঞ্চলিক জোটগুলোর মধ্যে এর আগে ইউরোপীয় ইউনিয়ন জি-২০ জোটের সদস্য ছিল। এখন আরেক আঞ্চলিক জোট আফ্রিকান ইউনিয়ন এই বৈশ্বিক জোটে যোগ দিল। এর আগে আফ্রিকান ইউনিয়ন ‘আমন্ত্রিত আন্তর্জাতিক সংস্থা’ হিসেবে জি-২০ সম্মেলনে যোগ দিয়েছিল।
বিশ্বের ধনী দেশগুলোর নেতারা রাজধানী নয়াদিল্লিতে জড়ো হয়েছেন জি-২০ শীর্ষ সম্মেলনের জন্য। দুই দিনব্যাপী এই সম্মেলনে, তারা খাদ্য নিরাপত্তা, ঝুঁকিপূর্ণ দেশের ঋণ সমস্যা এবং জলবায়ু নীতির সমন্বয় করবে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, এবারের জি-২০ সম্মেলনে বাংলাদেশসহ ৯টি দেশকে অতিথি রাষ্ট্র হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে ভারত। বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হচ্ছে– নেদারল্যান্ডস, স্পেন, নাইজেরিয়া, মিশর, মরিশাস, সিঙ্গাপুর, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।