জোটের বৈঠকে না থাকলেও এবার অভিষেকের পাশে বিরোধীদের টিম ইন্ডিয়া। বেলা ১১টা ৪০ মিনিট নাগাদ অভিষেক পৌঁছন সিজিও কমপ্লেক্সে। এখনও ইডি অফিসের ভিতরেই রয়েছেন তিনি। ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই অভিষেককে তলব নিয়ে
ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে অপব্যবহারের অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল। আপ নেতা সঞ্জয় রাউত আক্রমণ শুরু করেছেন। বৈঠকে অভিষেকের অনুপস্থিতির কারণবশত বিজেপিকে নিশানা করছেন অন্যান্য বিরোধী দলের নেতারা। সঞ্জয় রাউতের পর অভিষেকের পাশে জম্বু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
আবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল আপের তরফে কেন্দ্রীয় সংস্থার অপব্যবহারের অভিযোগ তোলা হয়েছে বিজেপির বিরুদ্ধে। আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা বলেছেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ আসতে পারেননি। বিজেপির ফ্রন্টাল এজেন্সি ইডি তাঁকে একই দিনে ডেকে পাঠিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি।’ এর থেকেই পরিষ্কার বিরোধী জোটে বেশ গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে চলেছে বাংলার শাসক দল।