টাটা স্টিলের সঙ্গে যৌথভাবে বিনিয়োগ করার ঘোষণা, ব্রিটিশ সরকারের তরফ থেকে অনুদান ৫০০ মিলিয়ন পাউণ্ড
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
ব্রিটেনের ওয়েলসে ‘পোর্ট তালবট’-এ একটি বড় স্টিল প্রকল্পে যৌথভাবে ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। যার মধ্যে ব্রিটিশ সরকারের তরফ থেকে অনুদান হিসেবে মিলেছে ৫০০ মিলিয়ন পাউন্ড , অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৫০০ কোটির বেশি। জানা গিয়েছে , টাটা স্টিল দীর্ঘদিন ধরে এই বিষয়ে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছিল।
টাটা স্টিল দীর্ঘদিন ধরেই ব্রিটিশ সরকারের সঙ্গে এই চুক্তির জন্য অপেক্ষায় ছিল। এমনকী ব্রিটিশ সরকারের সাহায্য না পেলে টাটা ওই প্রকল্প ছেড়ে দিতে পারে, এমন সম্ভাবনাও তৈরি হয়েছিল। এই প্রকল্পের জন্য হাজার হাজার কর্মসংস্থান হবে বলে মনে করা হচ্ছে। টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখরণ জানিয়েছেন, ইস্পাত শিল্প নিয়ে ব্রিটেনের সরকার এবং প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুব ভাল। এই বিনিয়োগে শুধু যে কর্মসংস্থান হবে তাই নয়, পরিবেশ বান্ধব শিল্পের পথ প্রশস্ত হবে।
পোর্ট তালবট সহ টাটা স্টিলের ইউকে বিভাগে প্রায় সাড়ে ৮ হাজার কর্মী রয়েছেন। কিন্তু যথেষ্ট টাকার অভাবে পোর্ট তালবট নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছিল। ব্রিটিশ সরকারের দেওয়া ওই টাকায় পুরনো ফার্নেস সরিয়ে বৈদ্যুতিক আর্ক ফার্নেস বসানো হবে বলে জানা গিয়েছে। কয়েক দশকের মধ্যে ব্রিটেনে স্টিল বা ইস্পাত শিল্পে এত বড় বিনিয়োগ আর দেখা যায়নি।