মরণোত্তর অঙ্গদানের জন্য সোমবার থেকে ১৫ দিনের শিবির শুরু হল ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে।
সোমবার মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপ্যাল তথা হাসপাতাল সুপার গৌতমেশ্বর মজুমদার শিবিরের সূচনা করেন।
এদিন হাসপাতালের কর্মী ও রোগীর পরিজন সহ তিনজন মরণোত্তর অঙ্গদানের অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেন। হাসপাতালের অ্যাস্টিস্ট্যান্ট সুপার স্নেহাশিস পাত্র জানালেন, ছুটির দিন বাদে হাসপাতাল সুপারের দফতরে গিয়ে অঙ্গদানের অঙ্গীকার করা যাবে।
এছাড়াও অনলাইনেও https://notto.mohfw.gov.in/ register লিঙ্ক ক্লিক করে যে কেউ অঙ্গদানের অঙ্গীকার করতে পারেন।
ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক চন্দন শতপথী নিজেও মরণোত্তর অঙ্গদেনের অঙ্গাকার পত্রে স্বাক্ষর করেছেন। তিনি বলছেন, মরণোত্তর অঙ্গদানের ফলে বহু মুমূর্ষু মানুষকে নতুন জীবন দেওয়া সম্ভব।