ঝাড়গ্রাম কোর্ট রোড ব্যবসায়ীদের স্থায়ী গণেশ মন্দিরের পুজোয় রয়েছে আন্তরিকতার ছোঁয়া
স্বপ্নীল মজুমদার
সার সার দোকানের মাঝে একফালি জায়গায় সুদৃশ্য মন্দিরে গণপতির অবস্থান! প্রতি বছর গণেশ চতুর্থীর দিন ধূমধামের সঙ্গে বিশেষ পুজো হয় সেখানে।
ঝাড়গ্রাম শহরের কোর্ট রোড ব্যবসায়ী সমিতির গণেশ পুজোটি এবার ১৫ তম বর্ষে পড়ল। তবে মন্দিরে স্থায়ী গণেশের বিগ্রহের নিত্যপুজো হয়।
সাত সকালে শহরের অনেকেই সিদ্ধিদাতার বিগ্রহ দর্শন করে দিনের কাজ শুরু করেন। মঙ্গলবার বিশেষ পুজো দেখার জন্য অনেকেই এসেছিলেন। ছিলেন বিশিষ্ট অতিথিরাও। আজ, বুধবার ভোগ প্রসাদের ব্যবস্থা থাকছে।
সেইসঙ্গে তিন দিন ব্যাপী অনুষ্ঠান চলবে। ঝাড়গ্রাম কোর্ট রোড ব্যবসায়ী সমিতির সভাপতি বিকাশ মাইতি জানালেন, জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ গণেশ পুজো দেখতে আসেন। প্রচুর পরিমাণে ভিড় হয়। তাঁদের পুজোয় রয়েছে আন্তরিকতার ছোঁয়া। ঝাড়গ্রাম বাজারের পাশেই রয়েছে ঝাড়গ্রাম জেলা আদালত। আর আদালতে যাওয়ার রাস্তার দু’ধারে কোর্ট রোডে সার-সার অসংখ্য দোকান রয়েছে।
১৫ বছর আগে কয়েকজন ব্যবসায়ী মিলে গণেশ পুজো করার সিদ্ধান্ত নেন। প্রথমে বাঁশ-কাপড়ের মণ্ডপে মাটির প্রতিমায় পুজো হত। পরে স্থায়ী বিগ্রহের মন্দির হয়েছে।
শহরের এই গণেশ মন্দিরটি আকারে খুব ছোট হলেও সনাতন ধর্মাবলম্বী বহু মানুষ প্রতিদিন সিদ্ধিবিনায়কের দর্শন করতে আসেন।