টলিউড

এ ছবি প্রতিশোধের গল্প বলে না” – পরবর্তী ছবির প্রথম লুক প্রকাশ্যে আনলেন টলি সুপারস্টার জিৎ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Jeet : এ ছবি প্রতিশোধের গল্প বলে না” – পরবর্তী ছবির প্রথম লুক প্রকাশ্যে আনলেন টলি সুপারস্টার জিৎ - West Bengal News 24

গনেশ চতুর্থীর দিনেই পরবর্তী ছবির প্রথম লুক প্রকাশ্যে আনলেন টলি সুপারস্টার জিৎ। ছবির নাম ‘মানুষ’। সাম্প্রতিককালে সম্পূর্ণ বাণিজ্যিক ছবিই তৈরি করেন জিৎ। কেবল অভিনেতা নন , জিৎ একাধারে সফল প্রযোজক। তাঁর প্রযোজনা সংস্থার গ্রাসরুট এন্টারটেইনমেন্ট এর পরবর্তী ছবি ‘মানুষ’।

‘মানুষ’-এ রয়েছে আবেগের ছোঁয়াও। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন জিৎ নিজে। পোস্টার শেয়ার করে জিৎ লিখেছেন, “এ ছবি প্রতিশোধের গল্প বলে না”।

সেইসঙ্গে জিৎ শেয়ার করেছেন ছবির মুক্তির তারিখও। চলতি বছরের নভেম্বর মাসের ২৪ তারিখ মুক্তি পাবে ‘মানুষ’। ছবির গল্প এবং পরিচালনা সঞ্জয় সমাদ্দারের। ছবিতে অভিনয় করেছেন একাধিক অভিনেতা। রয়েছেন সুস্মিতা চট্টোপাধ্যায়, জিতু কামাল, বিদ্যা সিনহা সাহা মিন, সৌরভ চক্রবর্তী প্রমূখ।

এর আগে একাধিক অ্যাকশন নির্ভর ছবিতে অভিনয় করেছেন জিৎ। এবারও তাঁর অন্যথা হবে না। দারুণ একটি চরিত্রে জিৎকে দেখা যাবে ‘মানুষ’ ছবিতে। চরিত্রে রয়েছে রহস্য। যে পোস্টার প্রকাশ্যে এসেছে মঙ্গলবার, তাতে দুর্দান্ত মানিয়েছে জিৎকে।

আরও পড়ুন ::

Back to top button