আন্তর্জাতিক

আসছে মহামারি ‘এক্স’, ৫ কোটি মানুষের মৃত্যুর শঙ্কা

Disease X 2023 : আসছে মহামারি ‘এক্স’, ৫ কোটি মানুষের মৃত্যুর শঙ্কা - West Bengal News 24

প্রাণঘাতী করোনা ভাইরাসের কথা মানুষ এখনও ভোলেনি। এর মধ্যেই আরেকটি ভয়াবহ মহামারির আশঙ্কা করছেন ব্রিটেনের রোগ বিশেষজ্ঞরা। অতি দ্রুত ছড়িয়ে পড়তে যাওয়া এই মহামারিতে মারা যেতে পারে অন্তত পাঁচ কোটি মানুষ।

যুক্তরাজ্যের রোগ বিশেষজ্ঞরা বলছেন, ‘এক্স’ নামের একটি রোগের প্রভাবেই হতে পারে নতুন মহামারি। তবে এটি এখনও নিশ্চিত নয় মহামারিটি কী রূপ নেবে। যদিও ভয়ংকর বিষয় হলো, ব্রিটেনসহ বাকি বিশ্ব মহামারিটি মোকাবিলায় একেবারেই প্রস্তুত নয়।

ব্রিটিশ রোগ বিশেষজ্ঞ কেট বিংগ্যাম ২০২০ সালের মে থেকে ডিসেম্বর পর্যন্ত যুক্তরাজ্যের ভ্যাকসিন টাস্কফোর্সের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এক্স’-এর ভয়াবহতা ১৯১৯-১৯২০ সালে বিশ্বব্যাপী তাণ্ডব চালানো স্প্যানিশ ফ্লুর মতো হতে পারে।

নতুন এ রোগটির নামকরণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানিয়েছে, ‘এক্স’ একটি ভাইরাস, একটি ব্যাকটেরিয়াম বা ফাঙ্গাস হতে পারে। আর এই রোগের চিকিৎসায় কোনও ওষুধ পাওয়া যাবে না। সেক্ষেত্রে আবারও ভ্যাকসিন তৈরি করতে হবে এবং রেকর্ড সময়ের মধ্যে তা সরবরাহ করতে হবে।

আরও পড়ুন ::

Back to top button