আপনি চাইলে সেমি হাই স্পিড বন্দে ভারতে ভ্রমণ করতে পারবেন মাত্র ৩৮০ টাকায়! ভাবছেন কীভাবে ?
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হয়েছে। যদিও এটি দেশের সবচেয়ে ব্যয়বহুল যাত্রীবাহী ট্রেন। কিন্তু আপনি চাইলে সেমি হাই স্পিড এই ট্রেনে মাত্র ৩৮০ টাকায় ভ্রমণ করতে পারবেন। ভাবছেন কীভাবে ? ২৪ সেপ্টেম্বর একসঙ্গে দেশের ৯ টি রুটে নতুন ৯ টি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা হয়েছে। এই ন’টি বন্দে ভারতের মধ্যে আবার দুটি বন্দে ভারত পেয়েছে বাংলা।
যার মধ্যে একটি যাতায়াত করবে পাটনা ও হাওড়ার মধ্যে এবং অন্য একটি যাতায়াত করবে রাঁচি ও হাওড়ার মধ্যে। পাটনা থেকে হাওড়ার সিসি চেয়ার কারের জন্য খরচ পড়বে ১৫০৫ টাকা। পাটনা থেকে পাটনা সাহিব পর্যন্ত এক্সিকিউটিভ ক্লাসের টিকিট কেনেন, তাহলে আপনাকে ৭০৫ টাকা খরচ করতে হবে।
এক হাজার টাকা খরচ করতে পারলে এক্সিকিউটিভ ক্লাসে পাটনা থেকে মোকামা যেতে পারেন আপনি অনায়াসে। তবে চেয়ার কারে মোকামার জন্য আপনাকে মাত্র ৫৫০ টাকা দিতে হবে।
পাটনা থেকে হাওড়ার এক্সিকিউটিভ ক্লাসের জন্য ভাড়া ২৭২৫ টাকা। পাটনা থেকে দুর্গাপুরের সিসি চেয়ার কারের ভাড়া ১০১০ টাকা , এক্সিকিউটিভ ক্লাসের ক্ষেত্রে ভাড়া হবে ১৯১৫ টাকা। পাটনা থেকে জসিডির ভাড়া শ্রেণী যথাক্রমে ৭৬৫ টাকা এবং ১৪২০ টাকা। পাটনা থেকে মোকামার ভাড়া ক্লাস যথাক্রমে ৫৫০ টাকা এবং ৯৮০ টাকা।
পাটনা থেকে আসানসোলের সিসি চেয়ার কারের ভাড়া ৯৫৫ টাকা এবং এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া ১৭৯০ টাকা। পাটনা থেকে জামতারার ভাড়া ক্লাস অনুযায়ী ৮৮০ টাকা এবং ১৬৫০ টাকা। পাটনা থেকে লাকসারাইয়ের ভাড়া ক্লাস যথাক্রমে ৫৯০ টাকা এবং ১ হাজার ৭০ টাকা।