আস্ক-শাহরুখ সেশন চলছিল। বিরাট কোহলির প্রশ্ন উঠতেই শাহরুখকে তাঁর সম্পর্কে জিজ্ঞেস করা হয় এবং উত্তরের শাহরুখ যা বলেন, তা শুনে সকলেই অবাক।
পাবলিক ফোরামে শাহরুখ বলেছেন যে, ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি নাকি তাঁর জামাইয়েরই মতো। অর্থাৎ, সান-ইন-ল। এমনটা কেন বলেছিলেন তিনি ? খোলসা করে শাহরুখ বলেছেন, তিনি বিরাটকে খুবই পছন্দ করেন এবং তাঁকে নিজের জামাইয়ের মতো ভালবাসেন।
বিরাট পত্নী অনুষ্কা শর্মার জীবনের প্রথম ছবির হিরো শাহরুখ খান। ‘রব নে বানা দি জোড়ি’ ছবিতে নবাগতা অনুষ্কার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় করেছিলেন কিং খান। উল্লেখ্য, শাহরুখ খানের কন্যা সুহানা খানের সঙ্গে বিরাট কোলির কোনও সম্পর্ক কোনওকালেই ছিল না।
অন্যদিকে বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা শাহরুখের একদা নায়িকা। ‘জব তাক হ্যায় জান’, ‘জ়িরো’, ‘রব নে বানা দি জোড়ি-এর মতো ছবিতে পর্দায় অনুষ্কা শর্মার সঙ্গে চুটিয়ে রোম্যান্স করেছেন শাহরুখ।