রাজ্য

আচমকা মধ্যমগ্রামে ইডি, পুর নিয়োগ দুর্নীতিতে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ম্যারাথন তল্লাশি

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ED Raid At Rathin Ghosh House : আচমকা মধ্যমগ্রামে ইডি, পুর নিয়োগ দুর্নীতিতে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ম্যারাথন তল্লাশি - West Bengal News 24

এবার ইডির নজরে রাজ্যের খাদ্য মন্ত্রী রথীন ঘোষ। পুরনিয়োগ দুর্নীতিতে খাদ্যমন্ত্রীর মধ্যমগ্রামের বাড়িতে অভিযান ইডি আধিকারিকদের , সাথে রয়েছেন সিআরপিএফ জওয়ানরা। তল্লাশির পাশাপাশি হতে পারে জিজ্ঞাসাবাদ। আচমকা খাদ্যমন্ত্রীর বাড়িতে ইডির অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

গোয়েন্দা সূত্রে খবর , পুর নিয়োগ দুর্নীতি মামলার কিং পিং অয়ন শীল জিজ্ঞাসাবাদে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের নাম বলেছে বলেই খবর। আজ সকাল নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে ইডি-র একাধিক দল বের হয়। তাদের মধ্যে দশ জনের একটি দল খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে গিয়েছে। অয়ন শীলের বয়ানের কারণেই তল্লাশি বলে প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছে।

ইডি সূত্রে খবর, পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নাম জড়ায় রাজ্যের মন্ত্রীর। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান ছিলেন তিনি। বস্তুত , এ দিন মন্ত্রীর বাড়ি ছাড়াও শহর এবং শহরতলীর বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি। শুধু তাই নয় , রথীন অনুগামীদের বাড়িতেও চালানো হচ্ছে অভিযান।

আরও পড়ুন ::

Back to top button