ঝাড়গ্রাম চিড়িয়াখানায় তিন শাবক সহ চিতাবাঘিনী হর্ষিনীকে দেখার সুযোগ মিলছে দর্শকদের
স্বপ্নীল মজুমদার
পুজোর আগে বড় চমক দিল জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক। ঘেরাটোপে খুদে তিন চিতা শাবকের খুনসুটি দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।
গত কয়েকমাস চিতাবাঘিনী হর্ষিনী ও তার তিন শাবক বিশেষ অবজারভেশনে আলাদা ঘরে ছিল। গত শুক্রবার তাদের এনক্লোজারে ছেড়ে দেওয়া হয়েছে। কয়েক বছর আগে উত্তরবঙ্গ থেকে নিয়ে আসা হয়েছিল পুরুষ চিতাবাঘ সোহেল ও চিতাবাঘিনী হর্ষিনীকে।
এখন তাঁদের সংসার বেড়ে দাড়িয়েছে সাত। চলতি বছরে গত ২৯ মার্চ স্ত্রী চিতাবাঘ হর্ষিনী তিনটি শাবক প্রসব করে, তাঁর মধ্যে দুটি মাদী ও একটি পুরুষ শাবক। এর আগেও হর্ষিনী শাবক প্রসবের পরে সেগুলি খেয়ে নিয়েছিল।
তাই এবার চিড়িয়াখানা কর্তৃপক্ষ বিশেষ সতর্কতা অবলম্বন করে তার তিন শাবককে বিশেষ পর্যবেক্ষণে রাখে বিগত ৬ মাস ধরে।
চিড়িয়াখানার সহ অধিকর্তা সমীর বোস জানান, সমস্ত শারীরিক পরীক্ষার পরে শুক্রবার থেকে দর্শকদের সামনে হর্ষিনী ও তার তিন শাবককে হাজির করা হয়েছে।