‘গগনযান’ মিশন নিয়ে জোরকদমে প্রস্তুতি চালাচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ভূপৃষ্ঠ থেকে ৪০০ কিলোমিটারে উচ্চতার কক্ষপথে তিন মহাকাশচারীকে পাঠানো হবে। তিনদিনের মিশন হবে সেটি। তারপর তাঁদের পৃথিবীতে ফিরিয়ে আনবে ইসরো। সমুদ্রের জলে সেই গগনযান ল্যান্ড করবে, এমনটাই পরিকল্পনা করছে ইসরো।
এবার গগনযান মিশনের বাস্তবায়নের দিকে আরও একধাপ এগিয়ে গেল ইসরো। মহাকাশে মানুষকে পাঠানোর জন্য স্বপ্নের ‘গগনযান’ মিশনের প্রস্তুতি নিচ্ছে ভারত। গগনযানের নভোচারীদের প্রথম ভিডিয়ো সামনে এসেছে। এতে এই টেস্ট পাইলটদের একটি জিমে ব্যায়াম করতে দেখা যাচ্ছে।
চিনুক হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে RLV-TD নামানো হয়েছে। RLV-TD নিরাপদে অবতরণ করে। এর পর ভিডিয়োয় পাইলটদের দেখতে পাবেন। তাদের জিমে ব্যায়াম করতে দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এই ভিডিয়ো। প্রকৃতপক্ষে, চন্দ্রযান-৩ এবং আদিত্য-L1 এর সাফল্যের পরে গগনযান ইসরোর সবচেয়ে বড় মিশন। এই পাইলটদের মধ্যে একজন ২০২৪ এ আন্তর্জাতিক স্পেস স্টেশনে রিসার্চে যেতে পারেন।