ক্রিকেট

ডেঙ্গু পজিটিভ শুভমান গিল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচের আগেই ধাক্কা ভারতের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Shubman Gill Dengue Positive : ডেঙ্গু পজিটিভ শুভমান গিল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচের আগেই ধাক্কা ভারতের - West Bengal News 24

ডেঙ্গু পজিটিভ ভারতীয় দলের তারকা ওপেনার শুভমান গিল , অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচের আগেই ধাক্কা ভারতের। গিলের ডেঙ্গি আক্রান্ত হওয়ার খবর উদ্বেগ বাড়িয়েছে টিম ম্যানেজমেন্টের। তবে তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। সবসময় চিকিকৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তারকা ক্রিকেটার।

ভারতীয় দল সূত্রে যেটুকু জানা গিয়েছে, বুধবার থেকে জ্বর আসে শুভমান গিলের। বৃহস্পতিবার জ্বর আরও বাড়ে। জ্বরে কাবু তারকা ক্রিকেটারের তড়িঘড়ি রক্ত পরীক্ষা করানো হয়। সেখানেই জানা যায় যে শুভমান গিল ডেঙ্গি পজেটিভ। কে রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করবে তা নিয়ে ভাবনা চিন্তাও শুরু করে দিয়েছে টিম । যতটুকু জানা যাচ্ছে তাতে রোহিত শর্মার ওপেনিং পার্টনার হতে পারেন ইশান কিশান।

শুক্রবার গিলের আবার রক্ত পরীক্ষা করা হবে। সেই রিপোর্ট দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। কিন্তু ২ দিনের মধ্যে ডেঙ্গি থেকে সুস্থ হয়ে উঠে রবিবার গিল মাঠে নামতে পারবেন কিনা তা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে।

আরও পড়ুন ::

Back to top button