ঝাড়গ্রাম

আদিবাসী ছাত্রীনিবাসের দাবিতে বেলপাহাড়িতে সাড়ে তিন ঘন্টা পথ অবরোধে পড়ুয়ারা

স্বপ্নীল মজুমদার

আদিবাসী ছাত্রীনিবাসের দাবিতে বেলপাহাড়িতে সাড়ে তিন ঘন্টা পথ অবরোধে পড়ুয়ারা

গার্লস হোস্টেলের দাবিতে পথ অবরোধ করল আদিবাসী ছাত্রীরা। শুক্রবার বেলপাহাড়ি এসসি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ওই অবরোধের ফলে বেলপাহাড়ি-মানবাজার ও বেলপাহাড়ি কাঁকড়াঝোর রুটে যানবাহন চলাচল দীর্ঘক্ষণ বন্ধ হয়ে যায়। অবরোধের নেতৃত্বে ছিল আদিবাসী ছাত্র সংগঠন—‘ভারত জাকাত সান্তাড় পৌঠুয়ৌ গাঁওতা।

ঘটনা হল, বেলপাহাড়ি এসসি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সাঁওতালি মাধ্যমও চালু হয়েছে। স্কুলের বাংলা মাধ্যমের ছাত্রছাত্রী সংখ্যা ১৬০০। সাঁওতালি মাধ্যমের পড়ুয়া সংখ্যা ২৩০ জন। স্কুল চত্বরে আদিবাসী ছাত্রাবাস থাকলেও ছাত্রীনিবাস নেই। সেই কারণে স্কুল কর্তৃপক্ষ ৪২ জন আবাসিক আদিবাসী ছাত্রীকে একটি মাটির ভাড়া বাড়িতে রাখার ব্যবস্থা করেছেন।

কিন্তু অপরিসর ঘরটিকে থাকার খুবই অসুবিধা। তাছাড়া স্কুলের বাইরে অস্থায়ী ভাবে ছাত্রীনিবাসটি হওয়ায় নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন অভিভাবকরা। সূত্রের খবর, জেলা প্রশাসন ওখানে ছাত্রীনিবাস তৈরির জন্য ৯৮ লক্ষ টাকার প্ল্যান এস্টিমেট করে আদিবাসী উন্নয়ন দফতরে পাঠিয়েছে। কিন্তু এখনও বরাদ্দ আসেনি।

এদিন সকাল সাড়ে দশটা থেকে স্কুলের মেন গেট সংলগ্ন রাস্তায় বসে পড়েছিল ছাত্রীরা। বেলপাহাড়ির জয়েন্ট বিডিও এবং বেলপাহাড়ি থানার আইসি ঘটনাস্থলে এসে সব পক্ষকে নিয়ে আলোচনা করেন। আপাতত ঠিক হয়েছে, স্কুলের উল্টোদিকে একটি স্বেচ্ছাসেবী সংস্থার দোতলায় হলঘরে অস্থায়ী ভাবে ছাত্রীদের রাখার ব্যবস্থা হচ্ছে। প্রায় সাড়ে তিন ঘন্টা পর দুপুর দু’টো নাগাদ অবরোধ ওঠে।

আরও পড়ুন ::

Back to top button