এখনই লোকসভা নির্বাচন হলে গুজরাতে নিরঙ্কুশ জয় পাবে বিজেপি, উঠে এল সমীক্ষায়
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
এখন ভোট হলে গুজরাটের ২৬টি লোকসভা আসনের মধ্যে ২৬টিই পাবে বিজেপি। বিরোধী দলগুলির তৈরি জোট ‘ইন্ডিয়া’ কোনও প্রভাব ফেলবে না বলেই সেই রিপোর্টে উল্লেখ রয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমের এই রাজ্যে কী ফলাফল হবে , সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।
তবে এই মুহূর্তে যদি লোকসভা নির্বাচন হয়, তাহলে ফল কী হবে সেই সমীক্ষার রিপোর্ট প্রকাশ করেছে ইন্ডিয়া টিভি-সিএনএক্স।দীর্ঘদিন ধরে গুজরাট বিজেপির শক্ত ঘাঁটি হলেও এই বিধানসভা ভোট ছিল গেরুয়া শিবিরের সবথেকে বড় সাফল্য।
সেই নির্বাচনে কংগ্রেস পেয়েছিল মাত্র ১৭টি আসন আর আম আদমি পার্টি পেয়েছিল ৫টি। ২০১৯-এর লোকসভা নির্বাচনেও গুজরাটের সবকটি আসনে জয়ী হয়েছিল বিজেপি।
ইন্ডিয়া টিভি-সিএনএক্স সমীক্ষার রিপোর্ট বলছে, এখনই ভোট হলে কার্যত ‘হ্যাটট্রিক’ করবে বিজেপি, কারণ ২০১৪ ও ২০১৯-এরর লোকসভা নির্বাচনেও গুজরাটে জয় পেয়েছে বিজেপি। ২০২২-এর গুজরাট বিধানসভা নির্বাচনও ছিল কংগ্রেসের জন্য বড় ধাক্কা। ১৮২টি বিধানসভা আসনের মধ্যে ১৫৬টিতেই জয়ী হয়েছিল বিজেপি।