জাতীয়

এবার ফেরি সার্ভিসের মাধ্যমেই পৌঁছে যাওয়া যাবে রাবণ রাজ্যে

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

India-Sri Lanka ferry service : এবার ফেরি সার্ভিসের মাধ্যমেই পৌঁছে যাওয়া যাবে রাবণ রাজ্যে - West Bengal News 24

ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ফেরি পরিষেবা – ফেরি সার্ভিসের মাধ্যমেই পৌঁছে যাওয়া যাবে শ্রীলঙ্কা। তামিলনাড়ুর নাগাপট্টিনম থেকে শ্রীলঙ্কার কাঙ্কেসান্থুরাইয়ের জাফনার মধ্যে ফেরি পরিষেবা শুরু হবে। অর্থাৎ নৌ পথে যোগাযোগ শুরু করবে দুই দেশ।

‘চেরিয়াপানি’ নামের একটি নৌকা প্রতিদিন যাতায়াত করবে দুই দেশের মধ্যে। এই নৌকায় নাগাপট্টিনম থেকে শ্রীলঙ্কার জাফনা পৌঁছতে সময় লাগবে প্রায় ৩ ঘণ্টা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১০ অক্টোবর , মঙ্গলবার থেকেই দুই দেশের মধ্যে ফেরি পরিষেবা শুরু হবে। ফলে জলপথে ভারত ও শ্রীলঙ্কার যোগাযোগ যেমন দৃঢ় হবে , তেমনই বিভিন্ন রাজ্যের পর্যটকেরাও সহজেই এই দ্বীপরাষ্ট্রে যেতে পারবেন।

ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ফেরি পরিষেবা শুরুর বিষয়ে অবশ্য অনেক আগেই চুক্তি হয়েছিল। ১২ বছর পর সেই চুক্তির বাস্তবায়ন হতে চলেছে। ভারতের তরফে এই ফেরি পরিষেবার দায়িত্বে থাকছে রাষ্ট্রায়ত্ত সংস্থা শিপিং কর্পোরেশন অব ইন্ডিয়া। সংস্থার তরফে এই বিষয়ে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ফেরি সার্ভিসের মাধ্যমে ভারত ও শ্রীলঙ্কার বাসিন্দাদের কাছে অল্প খরচে নাগাপট্টিনাম থেকে জাফনায় যাওয়ার এক অনবদ্য সুযোগ।

আরও পড়ুন ::

Back to top button