আগামী বছরের শুরুতেই অযোধ্যার রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন – খরচ কত ? চমকে যাবেন আপনিও
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের রিপোর্ট অনুযায়ী, অযোধ্যার রাম মন্দির তৈরির গোড়া থেকে অর্থাৎ ২০২০-র ৫ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত নির্মাণ খরচ পড়েছে ৯০০ কোটি টাকা। এ কথা জানিয়েছেন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সেক্রেটারি চম্পত রাই। এ ছাড়া নির্মাণ খরচ বাবদ এখনও ৩ হাজার কোটি টাকা থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে বলেও জানান তিনি।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা মহামূল্য, বিশেষ পাথরে নির্মিত, বিশালাকার এই মন্দির। ৩৯২ টি স্তম্ভবাহী ৩৮০ ফুট দীর্ঘ, স্বর্ণখচিত গর্ভগৃহের দরজা বিশিষ্ট বিশালাকার এই মন্দির। দেশবাসীর পাশাপাশি বিদেশি পর্যটকদের কাছেও নজির হতে চলেছে।
মাত্র কয়েক মাসের অপেক্ষা। আগামী বছরের গোড়াতেই দ্বারোদ্ঘাটন হবে অযোধ্যার রাম মন্দিরের। ভূমিপুজো থেকে এই মন্দিরের নির্মাণকার্য, মন্দিরের দ্বারোদ্ঘাটন ও বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা ইতিহাস গড়তে চলেছে।