বলিউড

টাইগার থ্রি’ দুর্দান্ত ছবি হবে – আশাবাদী বলি ভাইজান সলমন খান

Salman Khan: টাইগার থ্রি’ দুর্দান্ত ছবি হবে – আশাবাদী বলি ভাইজান সলমন খান - West Bengal News 24

টাইগার থ্রি’ দুর্দান্ত একটি ছবি হতে চলেছে। বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি। দীপাবলিতে আসবে ছবি। মনীষ শর্মা পরিচালনা করছেন ‘টাইগার থ্রি’র। সলমন মনে করেন বক্স অফিসে দারুণ ফল দেবে এই ছবি। যেমনটা আগে দিয়েছে যশরাজ ফিল্মস।

ছবি সম্পর্কে সলমন বলেছেন, “‘এক থা টাইগার’, ‘টাইগার জ়িন্দা হ্যায়’ – এর মতো ছবি আগেই উপহার দিয়েছে ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজ়ি। এবার আমাদের সময় এসে দর্শককে এমন কিছু উপহার দেওয়ার যা পর্দায় মুগ্ধ হয়ে দেখবেন তাঁরা। যা আগে কোনওদিনও দেখেননি তাঁরা। ‘টাইগার থ্রি’ অসামান্য ছবি হতে চলেছে। এর কোনও বিকল্পই নেই।” যশরাজ ফিল্মসের ছবি ‘টাইগার থ্রি’ মুক্তি পাবে। ট্রেলার প্রকাশ পাবে ১৬ অক্টোবর।

আরও পড়ুন ::

Back to top button