রাজ্য

৪০ মিনিটের সাক্ষাৎপর্ব, রাজভবনে দুর্গা মূর্তি, মিষ্টি নিয়ে হাজির কুণাল ঘোষ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Kunal Ghosh : ৪০ মিনিটের সাক্ষাৎপর্ব, রাজভবনে দুর্গা মূর্তি, মিষ্টি নিয়ে হাজির কুণাল ঘোষ - West Bengal News 24

তা হলে বরফ গলল কিছুটা ? নাকি দু’পক্ষই দিতে চাইছে শান্তির বার্তা ? হঠাৎই রাজ্য ও কুণাল ঘোষ সাক্ষাৎ৷ রাজ্যপালকে ফুল দিয়ে শুভেচ্ছাও জানালেন তৃণমূলের মুখপাত্র৷ কী এমন হল ? সোমবার সন্ধ্যায় রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ সেরে গেলেন কুণাল ঘোষ।

কুণাল ঘোষ জানিয়েছেন, ‘ওনাম উৎসবে রাজ্যপাল উপহার পাঠিয়েছিলেন তাঁকে। তিনিও পাল্টা বলেছিলেন পুজোয় উপহার দেবেন। এ দিন দূর্গা মূর্তি, মিষ্টি সেই উপহার স্বরূপ নিয়ে আসেন রাজভবনে কুণাল। সঙ্গে নিয়ে আসেন তৃণমূলের পুজো সংখ্যা। এদিন প্রায় ৪০ মিনিট সাক্ষাৎ পর্ব চলে উভয়ের।

তবে কুণাল ঘোষ জানিয়েছেন, যেমন রাজনৈতিক নেতা হিসাবে সমালোচনা করতাম তেমনই করব। এর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কোনও যোগ নেই ৷ সব মিলিয়ে পুজোর মুখে কুণালের ও সিভি আনন্দ বোসের এই সাক্ষাৎকার নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷ সোমবারের সান্ধ্য সাক্ষাৎ নতুন করে অনেক কিছু আলোচনার পরিসর খুলে দিল ৷

আরও পড়ুন ::

Back to top button