রাজ্য

কুণালের পুজোয় রাজ্যপাল ‘বোস’- দিলেন অঞ্জলি, পুরোহিতদের উপহার প্রদান

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

C. V. Ananda Bose : কুণালের পুজোয় রাজ্যপাল ‘বোস’- দিলেন অঞ্জলি, পুরোহিতদের উপহার প্রদান - West Bengal News 24

কলকাতার রামমোহন সম্মিলনীর পুজোর প্রধান পৃষ্ঠপোষক তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। পুজো কমিটির চেয়ারম্যান তিনি। আজ অষ্টমীর সকালে রামমোহন সম্মিলনীর ঠাকুর দেখতে পৌঁছে যান রাজ্যপাল বোস।

উল্লেখ্য, কিছুদিন আগেই রাজভবনে সৌজন্য বিনিময়ে গিয়েছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে এসেছিলেন রাজ্যপাল বোসকে।

কুণাল ঘোষ অবশ্য সেদিন বলেছিলেন, রাজ্যপাল তাঁকে ওনাম উপলক্ষ্যে উপহার পাঠিয়েছিলেন। তাই দুর্গাপুজোর মরশুমে রাজ্যপালকেও শুভেচ্ছা ও উপহার দিতে রাজভবনে গিয়েছিলেন তিনি।

এদিন অষ্টমীর অঞ্জলি দেওয়ার পর মণ্ডপে উপস্থিত তিন পুরোহিতের হাতে উপহার তুলে দিলেন রাজ্যপাল। পুজো কমিটির তরফ থেকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয় রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। বাংলার সাংবিধানিক প্রধানের হাতে পুজো কমিটির তরফে স্মারক তুলে দেন স্থানীয় কাউন্সিলর অয়ন চক্রবর্তী।

আরও পড়ুন ::

Back to top button