রাশিফল ও ভবিষ্যৎ

অষ্টমীতে কিনুন এই জিনিস – ঘরে আসবে সৌভাগ্য, যা বলছেন শাস্ত্রজ্ঞরা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

অষ্টমীতে কিনুন এই জিনিস - ঘরে আসবে সৌভাগ্য, যা বলছেন শাস্ত্রজ্ঞরা

বাস্তুশাস্ত্র মতে বলা হচ্ছে, আর্থিক সৌভাগ্য ও সমৃদ্ধি বৃদ্ধি করতে দুর্গাপুজোর অষ্টমীতে আনুন এই শুভ জিনিসগুলি। বাস্তু শাস্ত্র মতে, দুর্গা অষ্টমীর দিন যদি বাড়িতে রুপোর ঘটি কেনেন তাহলে তা সৌভাগ্য আনে বলে মনে করা হয়।

অষ্টমীর দিনটা বাঙালির কাছে খুব স্পেশ্যাল। শাড়ি, পাঞ্জাবি পরে এই দিন সকালটা তোলাই থাকে পুষ্পাঞ্জলির জন্য। অষ্টমীর অঞ্জলির পরেই থাকবে সন্ধিপূজা। আর্থিক উন্নতিতে ময়ূরের পালক দুর্গাপুজোর অষ্টমীতে ঘরে আনলে তা আর্থিক উন্নতির রাস্তা তৈরি করে দেয়।

ময়ূরের পালক ঘরে রাখার ফলে আর্থিক সমস্যা দূর হবে। সঙ্গে আপনার ধনলাভও হবে। শাস্ত্রজ্ঞরা বলছেন, অষ্টমীর দিন যদি রুপোর কোনও জিনিস কেনেন, তাহলে তা খুবই লাভদায়ী হবে। মনে করা হয, এতে জীবনে আসে সৌভাগ্য।

আরও পড়ুন ::

Back to top button