চিনের কপালে দুর্ভোগের কালো ছায়া! চরম দিন ঘনিয়ে আসছে শি জিনপিং প্রশাসনের
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
মন্দার মুখে দাঁড়িয়ে দেশ চালাতে হিমশিম শি জিনপিং। অর্থনীতিবিদরা বলছেন চিনে শুরু হয়েছে ব্যালেন্স শিট রিসেশন। এ এমন এক অবস্থা যখন সম্পদের মূল্য ক্রমশ কমতে থাকে। আমদানি প্রায় ১৫ শতাংশ কমে গিয়েছে।
সূত্রের খবর, কর্মক্ষমতা কমার অজুহাতে আর যাতে মাইনে বাড়াতে না হয় সেজন্য ৩৫ বছর বয়স হলেই কর্মীদের ছেঁটে ফেলছে নানা সংস্থা। অর্থনৈতিক সঙ্কটের কারণে চিনের মুদ্রা ইউয়ানের দামও পড়তে শুরু করেছে।
ডলারের সাপেক্ষে প্রায় ৫ শতাংশ পড়ে গেছে ইউয়ানের দাম। এক ডলারের দাম বেড়ে হয়েছে প্রায় ৮ ইউয়ান। পরিস্থিতি সামাল দিতে হাতে থাকা ডলার বিশ্ব বাজারে বেচে দিচ্ছে বেজিং। সাধারণ মানুষের সঞ্চয়ে উত্সািহ কমাতে ব্যাঙ্ক গুলিকে সুদ কমানোর নির্দেশ দিয়েছে সরকার।
বৈদ্যুতিক গাড়ি কিনলে কর ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। গত কয়েক বছরে সরকারি ঋণের পরিমাণ বেড়েছে। আন্তর্জাতিক লগ্নিকারীরা লগ্নি গুটিয়ে নিচ্ছেন। পরিত্রাণের উপায় খুঁজে পাচ্ছেন না জিনপিং। ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ।
সূত্রের খবর , চিনে সরকারি ঋণ এখন জিডিপি-র চেয়ে ৩ গুণ বেশি। চিনের অর্থনীতির বড় অংশ জুড়ে রয়েছে রিয়েল এস্টেট। সেখানেও এখন চরম সঙ্কট। এদিকে বেজিংয়ের ওপর চাপ কমাতে জিয়োংয়ান নামে এক জায়গায় নতুন শহর তৈরির সিদ্ধান্ত নেয় সরকার।
বলা হয়েছিল জিয়োংয়ানের এই নতুন শহর হবে চিনে তো বটেই , দুনিয়ার মধ্যেও অন্যতম সেরা। তবে ২০১৭ সালে কাজ শুরু হলেও তা আর এগোয়নি। বরং তৈরি হয়ে যাওয়া নানা নির্মাণ এখন ভেঙে পড়ছে। চিনের কপালে দুর্ভোগের কালো ছায়া ! চরম দিন ঘনিয়ে আসছে শি জিনপিং প্রশাসনের।