বলিউড

প্রকাশ্যে অভিনেত্রীর বেবি বাম্প, তবে রবিবার গুলো কীভাবে কাটান বলি কুইন অনুস্কা ?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Virat Kohli & Anushka Sharma : প্রকাশ্যে অভিনেত্রীর বেবি বাম্প, তবে রবিবার গুলো কীভাবে কাটান বলি কুইন অনুস্কা ? - West Bengal News 24

এখন স্বামীর সঙ্গে তাঁর একদিনের ক্রিকেট বিশ্বকাপ ট্যুরে এ রাজ্যে সে রাজ্যে ঘুরছেন অনুষ্কা। সম্প্রতি জানা গিয়েছে , অনুষ্কা শর্মার মা হওয়ার রটনা সত্যি। সারাক্ষণই তাঁর দিকে নজর অনুরাগীদের।

রবিবার গুলো কীভাবে কাটাতে চান অনুষ্কা ? তাই নিয়ে খোলসা করেছেন অভিনেত্রী-প্রযোজক। প্রথমেই বলেছেন সারা রবিবার তিনি কাটাতে চান তাঁর কন্যা ভামিকার সঙ্গে। সকাল থেকেই তাঁর সঙ্গে খেলা করতে চান। রঙের বইতে রং করতে চান এবং ব্লক দিয়ে বাড়ি তৈরি করতে চান। তারপর ভামিকা ঘুমিয়ে পরার পর সোফায় বসে টিভিতে ভাল কিছু দেখতে চান। সঙ্গে খেতে চান কফি।

সম্প্রতি বাণিজ্যিক বিজ্ঞাপনে দেখা যায় বিরাট এবং অনুষ্কাকে। প্রশ্ন-উত্তর পর্ব তৈরি হয়েছিল সেই বিজ্ঞাপনকে কেন্দ্র করে। তাতে নিজের বাড়ি নিয়ে অনুষ্কা নানা প্রশ্নের উত্তর দিয়েছেন বিরাটের। বিরাটও তাই। ২০১৭ সালে বিরাট কোহলিকে বিয়ে করেছিলেন অনুষ্কা শর্মা। ইতালিতে চুপিসারে বিয়ের সারেন তাঁরা। ২০২০ সালে করোনাকালে জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান ভামিকা।

আরও পড়ুন ::

Back to top button