স্বামীর অজয়ের সাথে দাম্পত্য কলহ ? কলকাতায় চলে আসছেন বলি অভিনেত্রী কাজল ! না , সেটাই কখনই নয়। বরং ব্যাপারটা পুরো আলাদা। এর আগে ‘সালাম ভেঙ্কি’ ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন কাজল। এবার ফের ছবির শুটিংয়ের জন্য আসবেন কলকাতায়। যে ছবি প্রযোজনা করছেন অজয় এবং অভিনয় করছেন কাজল , সেই ছবির নাম ‘মা’।
সূত্রের খবর , ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারির শুরুতে শুরু কবে হবে সেই ছবির শুটিং। সুতরাং, সেই সময় কলকাতায় আসবেন কাজল। ‘সালাম ভেঙ্কি’ ছবির পর আরও একটি ছবিতে অভিনয় করতে চলেছেন কাজল।
সেই ছবির প্রযোজক আবার তাঁর স্বামী অভিনেতা অজয় দেবগণ। ছবির শুটিংয়ের জন্য নাকি কলকাতায় আসতে পারেন কাজল। তিনি নাকি কলকাতায় থাকবেন বেশ কিছুদিন।
বাবা তনু মুখোপাধ্যায় বাঙালি পরিচালক। কলকাতার বাড়ি। বলিউডের নামকরা অভিনেত্রী তনুজা – তাঁদের সুযোগ্য কন্যা কাজল। বাবা বাঙালি হওয়ার সূত্রে কাজলের মধ্যে বাঙালিয়ানা ভরপুর।
মুম্বইতে ঘটা করে দুর্গা পুজো পালন করেন তিনি। সুতরাং মুম্বাই থাকলেও কাজল আদতে বাঙালি কন্যা। তবে এবার পর্দার পিছনে স্বামী অজয় দেবগণ , আর স্ক্রিনে থাকছেন স্ত্রী।