গাজা সহ প্যালেস্তাইনের একাধিক জায়গায় নির্মমতা, বর্বরতার বিরুদ্ধে এবার সরব নয়াদিল্লি, অবশেষে টনক নড়ল ভারতের
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
অবশেষে টনক নড়ল ভারতের। রাষ্ট্রপুঞ্জে অধিগৃহীত প্যালেস্তাইনের অঞ্চলে বসতি স্থাপনের কার্যকলাপের নিন্দা। যুদ্ধের শুরু থেকে ইজরায়েলের পাশে দাঁড়ালেও , গাজা সহ প্যালেস্তাইনের একাধিক জায়গায় নির্মমতা , বর্বরতার বিরুদ্ধে এবার সরব নয়াদিল্লি।
প্রসঙ্গত , গত মাসে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ইজরায়েল-হামাসের যুদ্ধে অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে যে প্রস্তাবনা এনেছিল জর্ডান , সেই প্রস্তাবনায় ভোটদান থেকে বিরত ছিল ভারত। যদিও রাষ্ট্রপুঞ্জের সভাতেই ভারত ব্যাখ্যা দিয়েছিল , যুদ্ধবিরতি ঘোষণা করে এই সঙ্কট মেটানো সম্ভব নয়।
এবার পূর্ব জেরুজালেম ও অধিগৃহীত সিরিয়ান গোলানে বসতি স্থাপনের বিরোধিতায় ভোট দিল ভারত। রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ইজরায়েল-প্যালেস্তাইনের যুদ্ধ নিয়ে ভারত ভোট দেওয়ায় তার রেশ পড়েছে ভারতের রাজনৈতিক মহলে।
তৃণমূল কংগ্রেসের সাংসদ সাকেত গোখলে এক্স হ্যান্ডেলে রাষ্ট্রপুঞ্জের ভোটদানের একটি ছবি শেয়ার করে লেখেন, “খুব খুশি যে ভারত এই প্রস্তাবনার সপক্ষে ভোট দিল। ইজরায়েল যেভাবে বসতি স্থাপন করে প্য়ালেস্তাইন অধিগ্রহণ করছে, তা বেআইনি। ইজরায়েলের এই বিচ্ছিন্নতাবাদ অবিলম্বে বন্ধ হওয়া দরকার।”
সূত্রের খবর , রাষ্ট্রপুঞ্জে “পূর্ব জেরুজালেম ও অধিগৃহীত সিরিয়ান গোলান সহ প্যালেস্তাইনের অঞ্চলে বসতি স্থাপন” নামক একটি প্রস্তাবনা পেশ করা হয়।
প্রায় ১৪৫ টি সদস্য দেশ এই প্রস্তাবনার পক্ষে ভোট দেয়। সেখানেই উল্লেখযোগ্য ভূমিকা নেয় ভারত। বিরোধিতা করে আমেরিকা , কানাডা , হাঙ্গেরি সহ ইজরায়েল , মার্শাল আইল্যান্ড , নাউরু ও মাইক্রোনেশিয়া। মোট ১৮টি দেশ ভোট দান থেকে বিরত থাকে।