প্রযুক্তি

Personal Loan দিচ্ছে Google Pay, কীভাবে গুগলপে-তে ব্যক্তিগত ঋণ নেবেন?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

How to Apply for Personal Loan on Google Pay : Personal Loan দিচ্ছে Google Pay, কীভাবে গুগলপে-তে ব্যক্তিগত ঋণ নেবেন? - West Bengal News 24

ইউপিআই লেনদেনের মাধ্যমগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় গুগল পে। সম্প্রতিই গুগল পে-তে যোগ করা হয়েছে নতুন একটি ফিচার। এবার গুগল পে থেকে ব্যক্তিগত ঋণও নেওয়া যাবে।

কীভাবে গুগলপে-তে ব্যক্তিগত ঋণ নেবেন ? | How to apply for Personal Loan on Google Pay

১. প্রথমে গুগলপে-তে গিয়ে মানি অপশনে ক্লিক করতে হবে।

২. এরপর আপনার স্ক্রিনে লোন অফার সেকশন খুলে যাবে।

৩. এই সেকশনেই রয়েছে প্রি-অ্যাপ্রুভার লোন অফার।

৪. এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী লোন বাছুন এবং ইএমআই অপশন বেছে নিন।

৫. ইএমআই-র আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্যগুলি দিন।

৬. অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে আপনার নম্বরে একটি ওটিপি আসবে।

এবার অপেক্ষা ব্যাঙ্কের। তারা আপনার আবেদন যাচাই করে ঋণ দেওয়া হবে কি না , তার সিদ্ধান্ত নেবে। আবেদন গৃহীত হলে ব্যাঙ্কের তরফে আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেওয়া হবে।

একাধিক ব্যাঙ্ক গুগলপে-র সঙ্গে যুক্ত। ফেডেরাল ব্যাঙ্ক, আইডিএফসি ব্যাঙ্ক সহ একাধিক বড় ব্যাঙ্কের তরফে ১০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা অবধি ঋণ দেওয়া হচ্ছে। ৩৬ মাসের মেয়াদে এই ঋণের ক্ষেত্রে ১৫ শতাংশ সুদ দিতে হবে।

আরও পড়ুন ::

Back to top button