আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শারীরিক অবস্থা উদ্বেগজনক

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Joe Biden : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শারীরিক অবস্থা উদ্বেগজনক - West Bengal News 24

জর্জ ডবলিউ বুশ, বারাক ওবামা এবং ডোনাল্ড ট্রাম্পের সময়ে হোয়াইট হাউসের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন রনি জ্যাকসন। এবার তিনি করলেন বিস্ফোরক দাবি। জো বাইডেন , মার্কিন প্রেসিডেন্ট – গুরুতর অসুস্থ। তিনি বলেন, “তাঁর (জো বাইডেন) শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে।”প্রসঙ্গত , ২০২৪ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা করার পর থেকেই একাধিকবার তাঁর স্বাস্থ্য নিয়ে সতর্কতার কথা জানিয়েছেন ডাঃ জ্যাকসন।

হোয়াইট হাউসের প্রাক্তন চিকিৎসক তথা টেক্সাস রিপাবলিকের প্রতিনিধি রনি জ্যাকসন বলেন, ‘ক্রমশই শারীরিক অবস্থার অবনতি হচ্ছে জো বাইডেনের। আমি তিনজন মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত চিকিৎসা করেছি। সে কারণে আমি প্রথমেই বিষয়টি জানতে পারি। একজন রাষ্ট্রপ্রধান হিসেবে এই শারীরিক অবস্থা নিয়ে দেশ চালানো কতটা সমস্যাজনক।’

ডাঃ রনি জ্যাকসনের কথায়, ‘এটা অবিশ্বাস্য। নিজের শাসনকালে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। এই ব্যক্তির আর বেশিদিন আমেরিকার রাষ্ট্রপ্রধানের কুর্সিতে থাকা বাঞ্ছনীয় নয়। তাঁর শাসনকালের বাকি মেয়াদকাল এবং পরবর্তী টার্মের জন্য ভোটের লড়াইয়ে নামা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

আমাদের অনেক বড় বিপদের মুখে ঠেলে দিচ্ছেন জো বাইডেন। পরবর্তী চার বছরের জন্য তাঁর ভোট-ময়দানে নামা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ডাঃ জ্যাকসনের কথায়, “আমরা এই ব্যক্তিকে এই মেয়াদের বাকি সময় এবং তারপর আরও চার বছরের জন্য অফিসে রাখতে পারি না। তিনি ইতিমধ্যে আমাদের এখনই বড় ঝুঁকির মধ্যে ফেলেছেন। দেশের নিরাপত্তা এবং উন্নতির স্বার্থে তাঁর সরে যাওয়াই বাঞ্ছনীয়।‘’

আরও পড়ুন ::

Back to top button