শিক্ষা

এম. ফিল করার চিন্তা করছেন ? পড়ুয়াদের কোন কাজে লাগবে না – জানাচ্ছে ইউজিসি

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

এম. ফিল করার চিন্তা করছেন ? পড়ুয়াদের কোন কাজে লাগবে না - জানাচ্ছে ইউজিসি

এম.এ পাস করেছেন , এবার এম.ফিল করবেন বলে ভাবছেন ? একদমই না । এই সিদ্ধান্ত নিয়ে থাকলে এখনই মুছে ফেলুন মাথা থেকে। এই কথা বলছে ইউজিসি। এই ডিগ্রির আর কোনও স্বীকৃতি নেই। যতই পড়াশোনা করুন না কেন, লাভের লাভ কিছু হবে না।

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলেছে, “ইউজিসির নজরে এসেছে, কয়েকটি বিশ্ববিদ্যালয় এমফিল প্রোগ্রামের জন্য নতুন আবেদন চাইছে। এই বিষয়ে আমরা মনে করিয়ে দিতে চাই, এমফিল ডিগ্রি কোনও স্বীকৃত ডিগ্রি নয়।

পিএইচডি ডিগ্রির জন্য ন্যূনতম মান ও পদ্ধতি বিষয়ক ইউজিসি-র প্রবিধান-এ স্পষ্টভাবে বলা হয়েছে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি এম.ফিল ডিগ্রি কোর্সের জন্য আবেদন চাইবে না।”

প্রসঙ্গত , ২০২২-এর ৭ নভেম্বর এই নয়া প্রবিধান প্রকাশ করেছিল ইউজিসি। আগেই ইউজিসি স্পষ্ট জানিয়েছিল, এমফিল কোর্স বাতিল করা হচ্ছে।

তারপর বেশ কিছু বিশ্ববিদ্যালয় এম.ফিল কোর্সে ভর্তির প্রস্তাব দিচ্ছে বলে জানিয়েছে ইউজিসি। সেই প্রেক্ষিতেই শিক্ষার্থীদের সতর্ক করল তারা।

আরও পড়ুন ::

Back to top button