খেলা

আসল ধোনির অবসরের বিষয়ে মুখ খুললেন সিনেমার ধোনি

আসল ধোনির অবসরের বিষয়ে মুখ খুললেন সিনেমার ধোনি

সবশেষ বিশ্বকাপের পর থেকেই যেন ভারতীয় ক্রিকেট দল থেকে মহেন্দ্র সিং ধোনিকে বাদ দিতে উঠেপড়ে লেগেছে কেউ কেউ। অনেকের মতে এখন ক্রিকেট থেকে অবসরে যাওয়া উচিৎ ধোনির, ব্যাট-প্যাড উঠিয়ে রেখে ভবিষ্যতের চিন্তা করাই শ্রেয় তার জন্য। এ বিষয়ে এখনও ধোনি নিজে মুখ খোলেননি।

তবে ক্রিকেটার ধোনির পক্ষে কথা বলেছেন সিনেমা জগতের ধোনি সুশান্ত সিং রাজপুত। মহেন্দ্র সিং ধোনির জীবনকে নিয়ে বানানো সিনেমা ‘এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’তে নায়কের চরিত্রে ছিলেন সুশান্ত। তাই ক্রিকেটপাড়ায় তার অন্য নাম এখন সিনেমার ধোনি। সেই ধোনিই জানিয়েছেন আসল ধোনির অবসরের বিষয়ে নিজের ভাবনার কথা।

ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেয়ার পর থেকে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি ধোনি। এমনকি জানিয়েছেন নভেম্বর পর্যন্ত বিশ্রাম চান ক্রিকেট থেকে। এমতাবস্থায় বারবার তার অবসরের কথা মনে করিয়ে দেয়াটা সমীচীন নয় বলেই মনে করছেন সুশান্ত সিং। এর চেয়ে বরং অবসরের সিদ্ধান্তটা ধোনির ওপর ছেড়ে দেয়াই ভালো বলে মন্তব্য করেন সিনেমার ধোনি।

সুশান্ত বলেন, ‘আমরা বইয়ে নেতৃত্বের ব্যাপারে যত গুণাবলী সম্পর্কে পড়ি, তার সবগুলোই রয়েছে ধোনি মধ্যে। ভারতীয় ক্রিকেট দলকেও সে অনেক দিয়েছে। এমন একজন ব্যক্তির ক্ষেত্রে অবসরের সিদ্ধান্তটা তার ওপর ছেড়ে দেয়াই শ্রেয়। এ বিষয়ে কোনো প্রকারের চাপ প্রয়োগ করা অযৌক্তিক।’

ইয়ুথ সামিট অনুষ্ঠানে উপস্থিত হয়ে ধোনিকে সর্বকালের সেরা উইকেটরক্ষক ব্যাটসম্যান উল্লেখ করে সুশান্ত আরও বলেন, ‘একজন ভক্তের জায়গা থেকে আসলে সবসময় সঠিকভাবে মূল্যায়ন করা যায় না। আমার কাছে ধোনিই সর্বকালের সেরা উইকেটরক্ষক ব্যাটসম্যান।’

এসময় ক্রিকেটের ব্যাপারে নিজের পাগলামির কথাও তুলে ধরেন সুশান্ত। তিনি বলেন, ‘আমি যখন স্কুলে পড়তাম, তখন বছর শুরুর আগেই বন্ধের দিনগুলো দেখে নিতাম। একই ব্যাপার হতো ক্রিকেটের ক্ষেত্রেও। যখন ভারতের ম্যাচ থাকতো তখন অন্য সবকিছু বন্ধ। বিশেষ করে ভারত-পাকিস্তান ম্যাচগুলো বেশি উপভোগ করতাম। ম্যাচের আগেরদিন থেকেই আর কিছু করতাম না। ভাবতাম আমরা সবসময়ই জিতেছি, এবার কেন হারব?’

আরও পড়ুন ::

Back to top button