প্রযুক্তি

একাধিক ডিভাইসে লগইন করা যাবে হোয়টসঅ্যাপ

একাধিক ডিভাইসে লগইন করা যাবে হোয়টসঅ্যাপ

নতুন ফিচার এলো হোয়াটসঅ্যাপে। এখন থেকে একাধিক ডিভাইসে একই সঙ্গে লগ ইন করা যাবে হোয়াটসঅ্যাপ।

একাধিক ডিভাইস থেকে লগ ইন করলে সমস্ত চ্যাট কনট্যাক্টকেই এ বিষয়ে জানিয়ে দেবে হোয়াটসঅ্যাপ। দীর্ঘদিন ধরেই মাল্টি ডিভাইস সাপোর্ট নিয়ে কাজ করছে এই সংস্থা। গত বছর আইফোন বেটা ভার্সনে প্রথম এই ফিচার দেখা গিয়েছিল।

জানা গেছে, এবার অ্যানড্রয়েড বেটা ভার্সনে এই ফিচার আপডেট পাঠিয়েছে বিশ্বের জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ। এছাড়াও নাম বদলে ডিলিট মেসেজ ফিচার ফিরছে হোয়াটসঅ্যাপের নতুন বিটা ভার্সনে

আরও পড়ুন ::

Back to top button