রাজ্য

ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত রোগী, আতঙ্ক চরমে

ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত রোগী, আতঙ্ক চরমে

এবার ঠাকুরপুকুরের সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট বা ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে ভর্তি এক রোগীর শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ল। ৭৭ বছরের ওই রোগী মুর্শিদাবাদের বাসিন্দা। গত ১৪ তারিখ ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে তাঁকে চিকিত্‍সার জন্য ভর্তি করা হয়েছিল। গত বৃহস্পতিবার তাঁর করোনা-রিপোর্ট পজিটিভ আসে।

 

তারপরই তাঁকে এমআর বাঙুর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু এমনিতেই ক্যান্সারের মতো মারণ রোগের চিকিত্‍সা চলা ওই হাসপাতালে এই খবরে রীতিমতো আতঙ্ক গ্রাস করেছে রোগী, রোগীর আত্মীয় থেকে শুরু করে নার্স এবং স্বাস্থ্যকর্মীদেরও। নার্স এবং স্বাস্থ্যকর্মীরা হাসপাতালের সবাইকে কোয়ারানটাইনে পাঠানোর দাবি জানিয়ে বিক্ষোভ দেখান। তবে ক্যান্সার হাসপাতালের ডিরেক্টর অরণকুমার গুপ্ত বলেছেন, আপাতত ওই রোগীর সংস্পর্শে আসা ১০-১২জনকে চিহ্নিত করা হয়েছে এবং তাঁদেরকেই কোয়ারানটাইন করা হবে। ‌

সুত্র: আজকাল.in

আরও পড়ুন ::

Back to top button