ঝাড়গ্রাম

বনশূকরের আক্রমণে মারাত্মক জখম যুবক, শূকরটিকে পিটিয়ে মারল গ্রামবাসী

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: জঙ্গলে ছাগল চরাতে গিয়ে বনশূকরের আক্রমণে মারাত্মক জখম হলেন এক যুবক।

রবিবার দুপুরে ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া এলাকার রাধাশ্যামপুরে এই ঘটনা ঘটেছে। এদিন স্থানীয় বেলতলা গ্রামের সিধু সরেন রাধাশ্যামপুরের জঙ্গলে ছাগল চরাতে গিয়েছিলেন। ওই সময় একটি বনশূকর সিধুকে একলা পেয়ে আক্রমণ করে। সিধুকে কামড়ে, দাঁত দিয়ে ক্ষতবিক্ষত করে দেয় বনশূকরটি। সিধুর চিৎকারে ছুটে আসেন আশেপাশের লোকজন। বনশূকরটিকে স্থানীয়রা পিটিয়ে মেরে ফেলেন।

সিধু এখন আশঙ্কাজনক অবস্থায় ঝাড়গ্রাম জেলা হাসপাতালে চিকিৎসাধীন। মৃত বনশূকরটির দেহ উদ্ধার করেছে বন দপ্তর। ঝাড়গ্রামের বিভাগীয় বন আধিকারিক বাসবরাজ হলেইচ্চি বলেন, “জঙ্গলে ঢুকে বনশূকরের আক্রমণে এক যুবক আহত হয়েছেন। শূকরটিকে কিছু লোকজন পিটিয়ে মেরে ফেলেন বলে অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন ::

Back to top button