প্রযুক্তি

পৃথিবীর জমজ বোনের খোঁজ পেল নাসা!

পৃথিবীর জমজ বোনের খোঁজ পেল নাসা!

মার্কিন স্পেস রিসার্চ সেন্টার নাসা এবার দাবি করেছেন, দ্বিতীয় পৃথিবী খুঁজে পেয়েছে তারা। গ্রহটির আকার প্রায় পৃথিবীর মতোই। কেপলার স্পেস টেলিস্কোপ—এর মাধ্যমে পৃথিবীর এই যমজ বোনের সন্ধান পেয়েছে প্রতিষ্ঠানটি। পৃথিবী থেকে প্রায় ৩০০ আলোকবর্ষ দূরে অবস্থান করছে এই গ্রহটি। পৃথিবীতে সূর্যের আলো যে পরিমাণে আসে, নতুন গ্রহটিতে তার ৭৫ শতাংশ সূর্যের আলো যায়।

নাসা আরও জানায় পৃথিবীর তুলনায় এই নতুন গ্রহটি মাত্র ১.০৬ গুণ বড়। এর আগেও এই নতুন গ্রহের ছবি হাতে পেয়েছিল নাসা। কিন্তু পৃথিবীর জমজ বোন খ্যাত এই গ্রহের উপস্থিতি সম্পর্কে নাসার বিজ্ঞানীগণ নিশ্চিত হতে পারেনি। বিজ্ঞানীরা মনে করছেন, পৃথিবীর মতোই তাপমাত্রা হবে নতুন এই গ্রহের। এমনকি নতুন এই গ্রহে প্রাণের সন্ধান থাকার সম্ভাবনাও প্রবল বলে মনে করছেন তাঁরা। নাসায় কাজ করতে আসা ১৭ বছর বয়সী শিক্ষার্থী উলফ কুকিয়ার প্রথম এই গ্রহের সন্ধান পেয়েছিল। কুকিয়ার দাবি করেছিল, দু’টি গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরছে।

আরও পড়ুন ::

Back to top button