ঝাড়গ্রাম

লকডাউনের ঝাড়গ্রামে আর্তজনের সেবায় উদাহরণ

লকডাউনের ঝাড়গ্রামে আর্তজনের সেবায় উদাহরণ

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: আর্তজনের সেবার কাজে উদাহরণ হয়ে উঠেছে ‘উদাহরণ অর্গানাইজেশন’। এই স্বেচ্ছাসেবী সংগঠনের নামটা হয়তো অনেকে জানেন না, হয়তো অনেকে প্রথমবার শুনছেন। কিন্তু নীরবে এই সংস্থা সেবামূলক কাজ করে চলেছে।

লকডাউন শুরু হওয়ার পর থেকে সংস্থার সদস্যরা গরিব মানুষজনের পাশে দাঁড়াচ্ছেন। ঝাড়গ্রাম জেলার বিভিন্ন অসহায় পরিবারের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছেন তাঁরা। গত ৭ এপ্রিল থেকে ত্রাণ বিলি করছে এই সংস্থাটি। ঝাড়গ্রাম গ্রামীণ এলাকার খানাকুল গ্রামের দু’শো পরিবারের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিলেন সংস্থার সদস্যরা।

দেওয়া হল চাল, ডাল, আলু, তেল, মশলাপাতি। সংস্থার অন্যতম কর্মকর্তা অভিমন্যু যাদব বলেন, ‘‘লকডাউনের ফলে গরিব মানুষের হাতে কাজ নেই। রেশনের চাল ছাড়া আর কিছুই নেই মানুষগুলোর হাতে।

আরও পড়ুন ::

Back to top button