ঝাড়গ্রাম

লকডাউনে ঝাড়গ্রাম শহরের কাজ হারানো পরিচারিকদের পাশে ‘সেভা’

লকডাউনে ঝাড়গ্রাম শহরের কাজ হারানো পরিচারিকদের পাশে 'সেভা'

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: করোনা ভাইরাসের সংক্রমণের শঙ্কায় অনেক বাড়িতে পরিচারিকদের আসতে বারণ করা হয়েছে। মাস খানেকের উপর কর্মহীন হয়ে অথৈ জলে পড়েছেন গৃহ পরিচারিকারা।

মে দিবসে ঝাড়গ্রাম শহরের এমন ৫০ জন পরিচারিকার পাশে দাঁড়াল স্বেচ্ছাসেবী সংস্থা ‘সেভা’। শুক্রবার সংস্থার উদ্যোগে ওই পরিচারিকদের হাতে তুলে দেওয়া হল হাইজিনিক কিট ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। সেভা-র অন্যতম কর্মকর্তা সুদীপ্ত নায়েক জানান, শহরে সমীক্ষা চালিয়ে খুবই সমস্যায় পড়া ৫০ জন পরিচারিকাকে সাহায্য করা হয়েছে।

করোনা ভাইরাসের মোকাবিলায় কি-কি আগাম সতর্কতা নিতে হবে সে ব্যাপারে ওই পরিচারিকা ও তাঁদের পরিবারের সদস্যদের সতর্ক করা হয়েছে। সংস্থা সূত্রে জানা গেল এদিন প্রত্যেক পরিচারিকাকে সর্ষের তেল, নুন, চিনি, বিস্কুট, সয়াবিন, ডিটারজেন্ট পাউডার, সাবান, মাস্ক ও স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button