Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাশিফল ও ভবিষ্যৎ

আপনার দাঁতই বলে দেবে আপনার অর্থভাগ্য কেমন

আপনার দাঁতই বলে দেবে আপনার অর্থভাগ্য কেমন

‘মুখ-সামুদ্রিক’ নামে পরিচিত ওই শাস্ত্র মুখমণ্ডলের বিবিধ দিক নিয়ে আলোচনা করে। মুখমণ্ডলের প্রসঙ্গে অবধারিত ভাবে আসে দাঁতের কথাও।

ভারতীয় জ্যোতিষের অতি প্রাচীন শাখা সামুদ্রিক শাস্ত্র। দেহলক্ষণ থেকে ভবিতব্য নির্ণয়ের এই শাস্ত্র আবার কতগুলি উপশাখায় বিভক্ত। হস্ত, কপাল বা সমগ্র অবয়বের বিচার যেমন এই শাস্ত্রের বিভিন্ন দিক করে থাকে, তেমনই মুখমণ্ডলের বিষয়েও আলাদা করে গুরুত্ব দেয় এই শাস্ত্রের একটি বিশেষ শাখা। ‘মুখ-সামুদ্রিক’ নামে পরিচিত ওই শাস্ত্র মুখমণ্ডলের বিবিধ দিক নিয়ে আলোচনা করে। মুখমণ্ডলের প্রসঙ্গে অবধারিত ভাবে আসে দাঁতের কথাও।

মহাকবি কালিদাস ‘দন্তরুচি কৌমুদী’ বলে খালাস। কিন্তু সকলের দাঁত তো আর কুমুদ বা পদ্মের মতো হয় না। দন্তবৈচিত্র্য অনুযায়ী ভাগ্যও যে বদলায়, তার একটা হিসেব হাজির করে ‘মুখ-সামুদ্রিক’। এক্ষেত্রে উপস্থাপন করা হল দাঁতের গড়ন অনুযায়ী অর্থভাগ্যের খতিয়ান।

১। যাঁদের দাঁত সমান মাপের, দাঁতের মাঝে কোনও ফাঁক নেই এবং দন্তসারি সুসংবদ্ধ, তাঁদের অর্থভাগ্য অসামান্য। জীবনে কখনই অর্থকষ্টে এঁদের পড়তে হবে না।
২। গজদাঁত রয়েছে যাঁদের, তাঁদের অর্থভাগ্যে কিছুটা সমস্যা রয়েছে। মাঝে মাঝেই এঁদের উপার্জনে বাধা আসে। জীবনে সাফল্যও দেরিতে আসে।
৩। যাঁদের দাঁতের রং ঈষৎ হলদেটে, কিন্তু সাদা ভাবই বেশি, তাঁদের অর্থভাগ্য দারুণ। কিন্তু ঝকঝকে সাদা দাঁতের অধিকারীদের অর্থভাগ্য একেবারেই ভাল নয়।
৪ যাঁদের দাঁত খুব পাতলা, তাঁদের অর্থোপার্জন সর্বদা সৎপথে হবে না বলে জানায় ‘মুখ-সামুদ্রিক’।
৫। যাঁদের দাঁতের সংখ্যা ৩১-৩২, তাঁরা তুমুল অর্থভাগ্যের অধিকারী। তাঁদের খ্যাতিও জোটে তাড়াতাড়ি।
৬। যাঁদের দাঁতের সংখ্যা ২৮-৩০, তাঁদের অর্থভাগ্যে টানাপোড়েন এলেও তাঁরা সহজে সামলে নেন।
৭। ২৫-২৮ যাঁদের দন্তসংখ্যা, তাঁরা অর্থোপার্জন করলেও তা স্বাস্থ্যখাতে খরচ হয়ে বেরিয়ে যায়।
৮। যাঁদের দাঁতের সংখ্যা ২৫-এর কম, তাঁদের আর্থিক সাফল্য বিলম্বিত।

আরও পড়ুন ::

Back to top button