ঝাড়গ্রাম

ঝাড়গ্রামে টিএমসিপি-র উদ্যোগ, ঈদের উপহারের পোষাক নিজেরাই পছন্দ করল শিশু, কিশোররা

ঝাড়গ্রামে টিএমসিপি-র উদ্যোগ, ঈদের উপহারের পোষাক নিজেরাই পছন্দ করল শিশু, কিশোররা

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: উপহারের নিজের জামা নিজেরা বেছে নাও! পোষাকের দোকানে গিয়ে খুদেরা নিজেরাই পছন্দ করল তাদের ঈদের পোষাক। শনিবার ঝাড়গ্রাম গ্রামীণ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এমনই কর্মসূচি হল ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়ায়।

এলাকার সংখ্যালঘু অভাবী পরিবারের কচিকাঁচাদের মুখে হাসি ফোটাতে এদিন হাজির ছিলেন টিএমসিপি-র রাজ্য সম্পাদক আর্য ঘোষ। তিনি বলেন, ‘‘পোষাক কিনে বিলি করার গতানুগতিক পথে হাঁটেননি সংগঠনের সদস্যরা। ছোটদের পছন্দকে গুরুত্ব দিতে তাদের নিয়ে যাওয়া হয়েছিল মানিকপাড়া এলাকার একটি পোষাকের দোকানে। সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের ২৭ জন শিশু, কিশোর, কিশোরী নিজেদের পোষাক পছন্দ করে।’’

এরপরে আনুষ্ঠানিক ভাবে তাদের হাতে সেই পোষাক তুলে দেন টিএমসিপি-র রাজ্য সম্পাদক আর্য ঘোষ ও সংগঠনের ঝাড়গ্রাম গ্রামীণ ব্লক সভাপতি শেখ নজরুল। এদিন ছোটদের হাতে ঈদের মিষ্টিজাতীয় খাবার তৈরির উপকরণও তুলে দেন আর্য।

আরও পড়ুন ::

Back to top button