ঝাড়গ্রাম

ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামে গেরুয়া শিবিরে ধস, তৃণমূলে যোগ দিলেন বিজেপির মণ্ডল নেতা সহ অনেকে

ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামে গেরুয়া শিবিরে ধস, তৃণমূলে যোগ দিলেন বিজেপির মণ্ডল নেতা সহ অনেকে

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকে ফের ধস নামল গেরুয়া শিবিরে। রবিবার বিজেপি-র চাঁদাবিলা মণ্ডলের নেতা কালীপদ মাহাতোর নেতৃত্বে দশ জন নেতা-নেত্রী তৃণমূলে যোগ দিলেন। এদিন খড়িকামাথানি এলাকায় নয়াগ্রাম ব্লক তৃণমূল কার্যালয় প্রাঙ্গণে কালীপদ সহ বিজেপি ছেড়ে আসা নেতা-কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন নয়াগ্রাম ব্লক তৃণমূলের সভাপতি উজ্জ্বল দত্ত। ছিলেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা প্রণব মাহাতো।

উজ্জ্বলবাবু বলেন, “বিজেপি থেকে তৃণমূলে ধারাবাহিক যোগদান চলছে। বিজেপি-র সঙ্গে তাদের দলের নেতা-কর্মীরা আর থাকতে চাইছেন না। আগামী দিনে বিজেপির আর কোনও অস্তিত্বই এলাকায় থাকবে না।” এদিন তৃণমূলে যোগ দেওয়া কালীপদ মাহাতো, আশিস আচার্য, শান্তনু মহাপাত্ররা জানালেন, বিজেপি-র নেতৃত্বের একপেশে মনোভাবের কারণে তাঁরা বীতশ্রদ্ধ।

লকডাউনে মানুষের পাশে থাকার ক্ষেত্রে বিজেপি পুরোপুরি ব্যর্থ। সেই কারণে তাঁরা মমতা বন্দ্যাপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের প্রতি আস্থাশীল হয়ে তৃণমূলে যোগ দিয়েছেন। বিজেপি নেতৃত্ব অবশ্য দাবি করছেন, যাঁরা তৃণমূলে যোগ দিয়েছেন, তাঁরা আগেই নিষ্ক্রিয় হয়ে গিয়েছিলেন। দলের পদেও তাঁরা ছিলেন না। তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালীপদ ছিলেন বিজেপি-র চাঁদাবিলা মণ্ডলের সহ সভাপতি। ফলে গেরুয়া শিবিরে অস্বস্তির কাঁটা কিন্তু কাটছে না!

আরও পড়ুন ::

Back to top button