ঝাড়গ্রাম

ঝাড়গ্রাম জেলা কংগ্রেসের উদ্যোগে বেলপাহাড়িতে পরিযায়ী শ্রমিকদের খাদ্যসামগ্রী বিলি

ঝাড়গ্রাম জেলা কংগ্রেসের উদ্যোগে বেলপাহাড়িতে পরিযায়ী শ্রমিকদের খাদ্যসামগ্রী বিলি

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: কাজ হারানো পরিযায়ী শ্রমিকদের খাদ্যসামগ্রী দেওয়া হল। শুক্রবার ঝাড়গ্রাম জেলা কংগ্রেসের উদ্যোগে বেলপাহাড়িতে ৫৩ জন পরিযায়ী শ্রমিকদের খাদ্যসামগ্রী বিলি করা হল।

প্রত্যেক শ্রমিককে দেওয়া হল পর্যাপ্ত পরিমাণে চিনি, সয়াবিন, ডাল, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, শাক-সব্জি ও সাবান। খাদ্যসামগ্রী তুলে দেন জেলা কংগ্রেসের সভাপতি সুব্রত ভট্টাচার্য ও কার্যকরী সভাপতি কালী মাইতি। সুব্রতবাবু বলেন, “পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়।” ভিনরাজ্য থেকে ঝাড়গ্রাম জেলায় ফিরেছেন বহু পরিযায়ী শ্রমিক।

তাঁদের একটা বড় অংশ বেলপাহাড়ি ব্লক এলাকার বাসিন্দা। সুব্রতবাবুর অভিযোগ, এলাকায় কাজের অভাবের কারণে গ্রামীণ এলাকার মানুষজন বাইরের রাজ্য গুলিতে শ্রমিকের কাজে যেতে বাধ্য হন। এখন ফেরার পরে তাঁদের হাতে কাজ নেই।

আরও পড়ুন ::

Back to top button