ঝাড়গ্রাম

বিদায় বেলায় ফ্রেমবন্দি সন্ন্যাসীর ছবি উপহার দিয়ে শ্রদ্ধা জানালেন সরকারি আধিকারিক

বিদায় বেলায় ফ্রেমবন্দি সন্ন্যাসীর ছবি উপহার দিয়ে শ্রদ্ধা জানালেন সরকারি আধিকারিক

 

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: সন্ন্যাসীর বিদায় বেলায় শনিবার একটি সুদৃশ্য প্রতিকৃতি উপহার দিলেন ঝাড়গ্রাম ব্লকের জুনিয়র ইঞ্জিনিয়ার জয়ন্ত ঘোষাল। ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শুভকরানন্দ ত্রিপুরার আগরতলা মিশনে বদলি হয়ে গেলেন।

শনিবার বিকেলে রামকৃষ্ণ মিশন পরিচালিত ঝাড়গ্রাম একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয়ের বিবেকানন্দ সভাঙ্গণে শুভকরানন্দ মহারাজের বিদায় সম্ভাষণ সভা হল। ওই সভায় বরণ করে নেওয়া হল বেলুড় মঠ থেকে আগত ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশন আশ্রমের নতুন দায়িত্বপ্রাপ্ত সম্পাদক স্বামী বেদপুরুষানন্দ

মহারাজকে। ওই সভায় জয়ন্তবাবু স্বামী শুভকরানন্দের হাতে উপহারস্বরূপ তুলে দিলেন একটি তৈলচিত্র। ঝাড়গ্রামের শিল্পী তুষার বর্ধনের আঁকা শুভকরানন্দের প্রতিকৃতিটি তাঁর হাতে তুলে দিলেন জয়ন্তবাবু।

বিদায় বেলায় ফ্রেমবন্দি সন্ন্যাসীর ছবি উপহার দিয়ে শ্রদ্ধা জানালেন সরকারি আধিকারিক

 

ঝাড়গ্রাম ব্লকের জুনিয়র ইঞ্জিনিয়ার জয়ন্ত ঘোষাল গত তিন বছর ধরে একলব্য স্কুলের বিভিন্ন নির্মাণ কাজের তদারকি করছেন। সরকারি দায়িত্বে একলব্য স্কুলে যাতায়াতের দরুণ স্বামী শুভকরানন্দের বিশেষ স্নেহভাজন হয়ে ওঠেন এই সরকারি আধিকারিক।

আরও পড়ুন : জোড়া ধর্ষণকাণ্ডে অভিযুক্তকে বাঁচাতে ৩৩ লক্ষ টাকা ঘুষ

তাই বিদায় বেলায় প্রতিকৃতি উপহার দিয়ে শ্রদ্ধা জানালেন তিনি। জয়ন্তবাবু বলেন, “মিশনের সন্ন্যাসীরা নির্মোহী। তাঁদের কোনও পিছুটান থাকে না। সমাজের ও মানুষের কল্যাণে তাঁরা নিবেদিত প্রাণ।

বিদায় বেলায় ফ্রেমবন্দি সন্ন্যাসীর ছবি উপহার দিয়ে শ্রদ্ধা জানালেন সরকারি আধিকারিক

 

গত তিন বছরে সরকারি একলব্য স্কুলকে তিলে তিলে তিলোত্তমা হিসেবে গড়ে তুলেছেন স্বামী শুভকরানন্দ মহারাজ। তাই তাঁর অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।” আগরতলা মিশনটিও আগামীদিনে স্বামী শুভকরান্দের পরিচালনায় অনন্য সুন্দর হয়ে উঠবে বলে আশাপ্রকাশ করেন জয়ন্তবাবু।

আরও পড়ুন ::

Back to top button