ঝাড়গ্রাম

ডিজিট্যাল মাধ্যমে হাতের কাজ শেখাচ্ছেন ‘সঞ্জুদা’

ডিজিট্যাল মাধ্যমে হাতের কাজ শেখাচ্ছেন 'সঞ্জুদা'

 

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: করোনার জন্য স্কুল বন্ধ। ছবি আঁকা ও হাতের কাজ হাতেকলমে শেখার সুযোগও বন্ধ হয়ে গিয়েছে করোনা পরিস্থিতির জন্য। কিন্তু থেমে নেই ঝাড়গ্রাম আর্ট অ্যাকাডেমীর ক্লাস।

ডিজিট্যাল মাধ্যমেই পুরোদস্তুর ক্লাস করাচ্ছেন সংস্থার অধ্যক্ষ সঞ্জীব মিত্র। ঝাড়গ্রামবাসীর কাছে অবশ্য ‘সঞ্জুদা’ নামে তিনি পরিচিত। একাধারে প্রবাদপ্রতিম শিল্পী। অন্যদিকে শিশুদের বন্ধু। সদা হাস্যময় সঞ্জীববাবুর অভিধানে থেমে যাওয়া বলে কিছু নেই।

তাই সাতটি হোয়াটস্অ্যাপ গ্রুপে প্রায় পাঁচশো শিক্ষার্থীকে ছবি আঁকা, পাপেট তৈরি ও নানা ধরনের হাতের কাজ শেখাচ্ছেন তিনি। বাড়িতে বসে খুদে শিল্পীরাও তৈরি করে ফেলছে নানা ছবি ও শিল্পকর্ম।

আরও পড়ুন : মহিলার ছানি কাটতে গিয়ে হতবাক ডাক্তাররা, কী বেরিয়ে এল জানলে অবাক হয়ে যাবেন

তারপর সে সব কাজ দেখা যাচ্ছে আর্ট অ্যাকাডেমীর ফেসবুক পেজে। নিজেদের হাতের কাজ বহু মানুষের কাছে পৌঁছে যাওয়ায় খুশি খুদেরাও। সঞ্জীববাবু বলেন, “মানুষের জীবনে ঘাট-প্রতিঘাত অনিবার্য।

ডিজিট্যাল মাধ্যমে হাতের কাজ শেখাচ্ছেন 'সঞ্জুদা'

 

বাধা-বিপত্তি অতিক্রম করে এগিয়ে চলাটাই জীবনের ধর্ম। শিক্ষার্থীদের হাতের কাজ শেখানোর পাশাপাশি, এই জীবনবোধ সম্পর্কে অবহিত করাটাও আমাদের প্রতিষ্ঠানের উদ্দেশ্য।”

আরও পড়ুন ::

Back to top button