ঝাড়গ্রাম

ডিআই অফিসে পেনসন বিভাগ নেই, হয়রানি মুক্তির আর্জি তৃণমূল শিক্ষক সমিতির

ডিআই অফিসে পেনসন বিভাগ নেই, হয়রানি মুক্তির আর্জি তৃণমূল শিক্ষক সমিতির

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম ডিআই অফিসে এখনও অ্যাকাউন্টস্ বিভাগ, আইন বিভাগ ও পেনসন বিভাগ চালু হয়নি। ফলে চাকরি সংক্রান্ত ও অবসরকালীন বিভিন্ন বিষয়ে কাজের জন্য শিক্ষকদের মেদিনীপুর ডিআই অফিসে যেতে হচ্ছে। বিশেষ করে সমস্যায় পড়েছেন অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক-শিক্ষিকারা।

আরও পড়ুন : অভিনব ফিঙ্গার পাপেট উপস্থাপনায় দুই খুদে বোনের ভিডিও ভাইরাল

অবিলম্বে ঝাড়গ্রাম জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে ওই বিভাগগুলি চালুর দাবি সহ সাত দফা দাবিতে ঝাড়গ্রাম জেলার বিদ্যালয় পরিদর্শকের (মাধ্যমিক) কাছে স্মারকলিপি দিল পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির ঝাড়গ্রাম জেলা শাখা। সংগঠনের সভাপতি জয়দীপ হোতার নেতৃত্বে সংগঠনের এক প্রতিনিধি দল জেলা বিদ্যালয় পরিদর্শক সঞ্জয় চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করে দাবি-সনদ জমা দেন।

ডিআই অফিসে পেনসন বিভাগ নেই, হয়রানি মুক্তির আর্জি তৃণমূল শিক্ষক সমিতির

অনলাইনে পাঠদানকে বেশি সংখ্যক পড়ুয়াদের কাছে পৌঁছে দেওয়া, পরিচালন সমিতি বিহীন স্কুল গুলিতে অবিলম্বে পরিচালন সমিতি গঠন, যে সব স্কুলে প্রধানশিক্ষক নেই সেখানে অবিলম্বে প্রধানশিক্ষক নিয়োগ, স্কুলগুলিতে সরকারি বরাদ্দ সঠিক মূল্যায়ণের ভিত্তিতে সময়মত দেওয়া সহ সাত দফা দাবি জানানো হয়।

আরও পড়ুন ::

Back to top button